꧁༒☬Akash☬༒꧂, :
@mdbashar:এতো সহজে ছেড়ে দিলে
ভাবতেই পারিনি, যাকে এতটা আপন ভেবেছিলাম, সে একদিন এতটা পর হয়ে যাবে। সময়টা হয়তো আমার ভুল ছিল,
কিন্তু অনুভূতিটা ছিল একদম খাঁটি। তোমার একটুখানি যত্ন, একট খানি ফিরে তাকানো, সেইটুকুই হয়তো আমার পৃথিবী হয়ে উঠত।
অথচ তুমি এমনভাবে ছেড়ে দিলে, যেন আমি কোনোদিন ছিলামই না। প্রতিটা মুহূর্তে আমি চাইতাম, তুমি বোঝো... আমি কেমন করে ভালোবেসেছিলাম।
তুমি হয়তো ক্লান্ত ছিলে, কিন্তু আমি ছিলাম প্রতীক্ষার নিরব কান্না। তুমি চলে গেলে হেঁটে, আর আমি পড়ে রইলাম ভাঙা স্বপ্ন আর অপ্রকাশিত অনুভূতির ধ্বংসস্তূপে।
আজ আর কারো ওপর রাগ নেই, কষ্ট নেই, শুধু একটা দীর্ঘশ্বাস, যা প্রতিদিন মনে করিয়ে দেয়, এতো সহজে ছেড়ে দিলে, তাকে কি আদৌ ভালোবাসা বলা যায়...!🥺🥀
2025-09-11 18:55:28