@__last__line__: ভালো থাকবেন আমার না হওয়া ভালোবাসা। #fpy #fpyシ #foryou #foryoupage #viral

ミশেষ_লাইনミ
ミশেষ_লাইনミ
Open In TikTok:
Region: OM
Friday 12 September 2025 20:40:47 GMT
814375
54574
773
22909

Music

Download

Comments

ojanakabo
অজানা কাব্য ♐ :
Valo thakben 😭
2025-10-27 19:15:08
2
shawonreza40
shawonreza40 :
হুম😅
2025-11-07 03:28:43
1
mim.babuni
Mim babuni :
beiman ra din sese valo thake
2025-11-07 08:28:03
0
minarulislam1879
minarulislam1879 :
তুমি🖤ছাড়া পৃথিবীটা অর্থহীন 💚:তোমাকে কতটা ভালবাসি সেটা হয়তো তুমি কখনো পুরোপুরি বুঝতে পারবে না.... হয়তো আমার প্রতিটা নিঃশ্বাসে তোমার নাম লেখা, কিন্তু তুমি সেটা শুনতে পাও না... আমি শুধু এটুকু বলতে পারি তুমি আমার সুখের কারণ, তুমি আমার হাসির পেছনের মানুষ। তুমি না থাকলে আমার দিনগুলো ফাকা মনে হয়, মনে হয় কিছু একটা অপর্ণা থেকে যাচ্ছে প্রতিনিয়ত.... তোমার কথা মনে পড়লে মনটা কেমন যেন হালকা হয়ে যায়, আবার সেই না পাওয়ার ব্যথায় বাড়িও হয়ে ওঠে। তুমি আমার স্বপ্ন, তুমি আমার অনুভব আর সব থেকে বড় কথা তুমি আমার শান্তি। তুমি পাশে না থাকলেও আমি প্রতি মুহূর্তে তোমাকে অনুভব করি,, I miss you all time, without any reason without any condition. ☺️তুমি হয়তো দূরে আছো, কিন্তু আমার ভালবাসা সব সময় তোমার চারপাশে ছায়ার মত ঘুরে বেড়ায়... যতদিন বেঁচে আছি ততদিন তোমারিই "হ্যাপিনেস "হয়ে থাকতে চাই... চুপচাপ,, নিঃশব্দে.... শুধু তোমার জন্য ☺️💔
2025-09-16 05:17:12
14
mostafiz5556e
MostafiZ :
আপনি তো জানতেন আগেও একবার আমার হৃদয় ভেঙ্গেছিল, তবুও কেন সেই ভাঙা হৃদয়ের ওপর আবার আঘাত করতে হলো, আমি ভেবেছিলাম এবার হয়তো সবকিছু বদলে যাবে, আপনি আমার জীবনে এসে সেই ভাঙা টুকরোগুলো জোড়া লাগাবেন, নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবেন। কিন্তু দুঃখের বিষয়, সেই ভাঙা টুকরোগুলোর ওপরই আপনি আবার আঘাত করলেন, এমনভাবে আঘাত করলেন যে এবার হয়তো আর জোড়া লাগবে না কোনোদিন। মানুষকে বারবার একই জায়গায় আঘাত করতে নেই, কারণ একবার সহ্য করা যায়, দ্বিতীয়বার আর সহ্য হয় না। আমি ভেবেছিলাম আপনিই হবেন আমার শান্তি, অথচ আপনিই হয়ে উঠলেন আমার কষ্টের নতুন অধ্যায়। 🥀❤️‍🩹😔
2025-09-22 17:06:35
5
shobujahmed295
Shobuj Ahmed :
কখনোই ভুলে যেতে পারবো না তোমার দেওয়া ভালোবাসা গুলো জান 😭😭😭😭
2025-11-03 18:49:28
1
shamimbut
Md. Shamim But... :
my sonia🥰
2025-11-06 09:08:47
0
._._1848
𝐌𝐃:𝐌𝐚𝐦𝐮𝐧~𝐕𝐢𝐝𝐞𝐨 :
সত্যি কথা বলতে, আমি অনেকবার চেষ্টা করেছি তোমাকে ভুলে যেতে। ভেবেছিলাম হয়তো ভুলে গেলে মনটা হালকা হবে, কষ্টগুলো কমে যাবে। কিন্তু যতবারই তোমাকে ভুলতে চাই, ততবারই তোমার কথা মনে পড়ে যায়। মনে হয় তুমি যেন আমার ভেতরে গেঁথে আছো, তোমাকে মুছে ফেলতে গেলে আবার তোমার জন্য বুকের ভেতর জমে থাকা ভালোবাসা আমাকে আটকে দেয়। তুমি চাইলেও তোমাকে মুছে দিতে পারতাম, যদি না তোমাকে এতটা ভালবাসতাম। কিন্তু আমার এই ভালোবাসা এতোটাই গভীর যে, আমি চাইলেও তা মুখে বলতে পারি না। শুধু ভেতরে ভেতরে জমে থাকে, কষ্ট দেয়, তবু তোমাকে ছাড়া থাকার কল্পনাও করতে পারি না। তাই আমি বুঝে গেছি হয়তো তোমাকে কখনো ভুলতে পারবো না। হয়তো তোমাকে বলতেও পারবো না। তবু মনটা তোমার জন্য প্রতিদিন নতুন করে ভালবাসা ভরে ওঠে। তুমি দূরে থেকেও আমার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি অনুভূতিতে থেকে যাও আর আমি চাইলেও তোমার থেকে মুক্ত হতে পারি না।❤️🩹😔🥺🫶
2025-11-06 01:10:07
0
user591866366
হা রা মি 🎭 :
তোমাকে হারিয়েছি কিন্তু ইচ্ছে হারায়নি আজও এই চোখ খোজে তোমাকে অনেক ইচ্ছে করে তোমাকে এক নজর দেখার, কিন্তু তুমি তো এখন দূরের কেউ। তোমাকে একটিবার দেখতে ইচ্ছে করে, তুমি কি জানো সেই চাওয়াটাই আজ সবচেয়ে বড় কষ্ট। চোখ খুঁজে, মন কাদে,সেই মানুষটা ছিল একদিন আমার, আজ সে শুধু স্মৃতি। ইচ্ছে করে দেখা হোক আবার, কিন্তু বাস্তবতা বড় নিষ্ঠুর। দেখার ইচ্ছে আছে কিন্তু সাহস নেই ভালোবাসার জায়গাটা এখন কষ্টে ভরা। ভালোবাসি আজও বলি না শুধু কারণ তুমি শুনবে না জানি, তোমার অভাবটা যেন ছায়ার মত সব সময় পাশে থাকে কিন্তু শুতে পারিনা। স্মৃতি কখনো জিজ্ঞেস করে না শুধু কষ্ট দিয়ে যায় নিরবে, তোমার কাছে আমি ছিলাম গল্পের একটা পৃষ্ঠা আর তুমি ছিলে আমার পুরো উপন্যাস, কিছু মানুষ চোখে থাকে না তবুও মনে থাকে চিরকাল সব ঠিক আছে বলি সবাইকে কিন্তু নিজের মনটা কখনোই মানে না। ইচ্ছে করে পুরোনো সেই দিন গুলোতে ফিরে যাই, যেখানে তুমি ছিলে আর আমি ছিলাম,। তুমি দুরে আছো ঠিকই, তবে কষ্ট গুলো প্রতিদিন কাছে এসেবসে,যে চোখে একসময় আমার জন্য ভালোবাসা ছিল,। আজ সেই চোখেই আমি একজন অপরিচিত মানুষ মাত্র। চাইলেও ভুলতে পারি না কারণ তুমি ছিলে আমার প্রিয় আমার অভ্যাস, যে মানুষটা একসময় শুধু আমার ছিল আজ সে অন্যজনের গল্পে হাসে,।আমরা বদলাইনি শুধু বদলে গেছে সময়ের সম্পর্ক আর দূরত্ব। তুমিতো খুব সহজে ভুলে গেলে আর আমি এখনও সেই পুরনো জায়গায় দাঁড়িয়ে আছি, ভালোবাসার শেষ নেই কিন্তু বিচ্ছেদের একেকটা মুহূর্ত যেন পুরো জীবনটাই শেষ করে দেয়। তোমার অনুপস্থিতিতে আমি নিজেকে সবচেয়ে বেশি ভালবাসতে শিখেছি। সবাই বলে সময় নাকি সব ঠিক করে দেয় তাহলে এই বুকের ব্যথাটা এখনো কেন একই রকম, তুমি ফিরে আসবে এই বিশ্বাসে দিন কাটাই যদিও জানি তুমি আর ফিরবে না তোমার ভালো থাকা প্রার্থনা করি তবুও কষ্ট হয় কারণ সেই ভালো থাকার মধ্যে আমি নেই,। কিছু ভালোবাসার শেষ হয় না, শুধু বদলে যায় আর স্মৃতিগুলো চুপ করে সারা জীবনের জন্য থেকে যায়,,, 😢😅💔🥀
2025-11-03 12:18:15
0
voice_of_rakibul500
🙋‍♂️ নিখুঁত গল্প ✍️😇 :
Original voice amr💞
2025-09-16 16:32:01
5
md..m.o.r.s.h.e.d
MD. M O R S H E D :
রাইট
2025-09-21 16:19:00
1
user6326198744460
Nil akasher Pakhi :
চাইনি হারাতে, তবু ভাগ্যের কাছে হেরে গেলাম… শুধু চাই, তুমি সুখে থেকে।” “তুমি আমার হওনি , এ জন্য—আমি তোমার হতে পারলাম না।” “আমার কাছে না থেকেও যদি ভালো থাকো, তাহলে দূর থেকে ও আমি শান্তি পাবো ।” “আমার না হয়েও যদি তোমার জীবন রঙিন হয়, তাহলে আমি সাদা-কালো নিয়েই বেঁচে থাকবো ।” “তুমি আমার হতে চাওনি, কিন্তু আমিও তো চাইনি তোমার ছাড়া বাঁচতে… আজ দু’জনেই আলাদা— তুমি সুখে, আমি কষ্টে।” “তুমি চলে গিয়েছো হাসি মুখে, আর আমি থেকে গেছি ভাঙা হৃদয় নিয়ে… তোমার জন্য হাসি এখনো আছে, কিন্তু আমার জন্য শুধুই কান্না।” __ “আমার স্বপ্ন ছিল, তোমাকে আঁকড়ে ধরা, একটা ভবিষ্যৎ ছিল… কিন্তু ভাগ্য এমন লিখলো— তুমি অন্য কারো, আমি একা অন্ধকারে।” “তুমি আমাকে ভুলে নতুন করে শুরু করেছো, আর আমি আজও ভাঙা স্মৃতিগুলো জড়িয়ে বেঁচে আছি।” “তুমি সুখে থেকো, দোয়া করি— কিন্তু আমায় ভুলে থেকো, কারণ আমার নাম মনে পড়লেই শুধু কষ্ট পাবে।” “আমি চাইনি কিছু, শুধু তোমাকে চেয়েছিলাম… আর আজ আমি সবকিছু হারিয়ে ফেলেও শুধু তোমাকেই হারানোর কষ্ট টা বয়ে বেড়াচ্ছি।” “আমার স্বপ্ন ভেঙে গেলেও প্রার্থনা করি, তোমার সব স্বপ্ন যেনো পূর্ণ হয়।” “আমি হারালাম শুধু তোমাকে, কিন্তু তুমি যেনো কখনো সুখ না হারাও।” “আমার না হওয়াটা হয়তো ভাগ্যের খেলা ছিলো, তবু মনে চাই—তুমি যেনো সব খেলায় জিতে যাও।” “আমি ভাঙা আয়নায় নিজের মুখ দেখি, শুধু চাই তুমি যেনো কখনো ভাঙা স্বপ্ন না দেখো।” “আমার পৃথিবী অন্ধকার হলেও, তোমার আকাশটা যেনো আলোয় ভরে থাকে।” “তুমি আমার হতে পারোনি, তবুও আমার প্রতিটা দোয়া তোমার জন্যই।” “তুমি সুখী থাকলেই আমি শান্তি পাই, যদিও সেই সুখের মাঝে আমি নেই।” “আমার ভালোবাসা প্রমাণ হলো না, তবুও মনে প্রাণে চাই তুমি যেনো ভালোবাসা পাও চিরকাল।” “হাজার মানুষে ভিড়ে থাকো তুমি, তবুও যেনো কখনো একা না মনে হয় তোমার।” “আমার কপালে তুমি ছিলে না, তবুও মন থেকে চাই তুমি সারাজীবন সুখী থাকো।” “আমার ভাগ্যে তুমি না থাকলেও, প্রার্থনা করি তোমার ভাগ্যে যেনো শুধু হাসি আর ভালোবাসা লেখা থাকে।”💔😅
2025-09-13 14:15:48
24
user6695984833777
MD Abu Hanip :
চেহারাটা ছিলো তার অদ্ভুত মায়াবী, চোখে ছিলো এমন এক জাদু, যা একবার তাকাইলেই হৃদয় কাঁপিয়ে দিতো।। আর তার সেই হাসি? যেন মনটা চুরি করে নিয়ে যেতো অজান্তেই। আমি তো তাকে পাওয়ার স্বপ্নও দেখতাম না, তবুও ভালোবেসে ফেলেছিলাম মন খুলে।। সবকিছু বদলে গেছে, মানুষটা এখন অনেক দূরে, কিন্তু সেই বেহায়া মন এখনো তাকে ভালোবেসে আগের মতই।। ভুলে যাওয়ার অভিনয় করি, কিন্তু প্রতি রাতে সেই মায়াবী চোখ আর হাসি মনে পড়ে যায়।। এটা কি ভালোবাসা, নাকি শুধুই একতরফা পাগলামি জানি না, শুধু জানি এখনো আমার ভিতরেই কোথাও বাস করে।।
2025-09-15 16:41:25
2
shishir.hasan57
Shishir Hasan :
আমি তোমাকে ভালোবাসি মানে,জগতের সব পুরুষ তোমার জন্য নিষিদ্ধ।❤️‍🩹
2025-09-26 16:49:46
3
ibne_tarek_99
Voicer _IBNE_ TAREK💔 :
@১৬৯ পৃষ্ঠা ツ:আপনি ভিষণ সুন্দর তবে আফসোস আপনাকে পাওয়ার মতো ভাগ্য নিয়ে জন্মায়নি আমি
2025-09-27 19:23:08
1
user5805712046868
সোনিয়া :
ভালো থেকো ❤❤❤আমার না হয়া ভালোবাসা 💔💔💔💔
2025-09-25 05:35:30
5
milonislamraj31
M͒I͒L͒O͒N͒ I͒S͒L͒A͒M͒ R͒A͒A͒J͒ :
সত্যিই কি তুমি ভাবো আমি তোমাকে একদিন ভুলে যাব, তোমাকে ভুলে যাওয়াটা কি এতই সহজ, এতটাই কি সস্তা ছিলে তুমি আমার কাছে, হয়তো তুমি বুঝনি, হয়তো বা কখনো খেয়াল করো নি তুমি আমার জন্য কি ছিলে, তুমি ছিলে আমার জীবনের সেই অধ্যায় যাকে চাইলেও কোনদিন মুছে ফেলা যাবে না, 😌❤️🩹
2025-11-03 17:31:10
1
delowar567705055801
বাঁশখালী দেলোয়ার :
:তুমি সুখী হও ওহে মায়াবতী"😞🖤 এক যুগ পরেও যদি কেউ আমায় জিজ্ঞেস করে আপনি কি কাওকে ভালোবেসেছিলেন? আমার উত্তর হবে হ্যা তবে আমি পাইনি সেই মানুষটাকে.. কিন্তু গর্ব করে বলতে পারবো তাকে আমি অসম্ভব ভালোবেসেছিলাম তাকে আমার এখনো ভালো লাগে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পজন্ত আমি বলবো আমি এখনো তাকে অনেক ভালোবাসি" কারণ ভালোবাসাটা সৃষ্টি হয় মন থেকে সৌন্দর্য দেখে ভালোবাসা সৃষ্টি হয় না... আমি তাকে কতটা ভালোবাসি সেটা আমি তাকে কোনো দিনও বুঝাতে পারি নি... সৃষ্টিকর্তার কাছে শুধু এটাই চাই ভালো থাকুক আমার না হওয়া প্রিয় মানুষ'টা.."
2025-09-15 05:57:12
6
m.maruf04
M maruf :
ভাই একদম আমার জীবনের সাথে মিলে গেছে ভাই আমি বুঝাতে পারলাম না আমার শখের মানুষটি কে কি আমি পাগল মতো ঢ়া ভালোবাসি😔কতটা ভালবাসি প্রিয় তুমি আমায় ভালো না বাসলেও আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাবো 💔💔🥹🥹😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
2025-09-13 14:51:35
6
user81790384086114xs
Mohammad Abdullah :
আছে 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😁😁😁😁
2025-09-15 17:01:03
1
sksobujkhan7266
𝕻𝖗𝖔𝖇𝖆𝖘𝖎ヅ :
💔😥💔 আমার শূন্যতায় একদিন তুমি হাহাকার করবে...! আজ আমার অশ্রুকে অবহেলা করছো, কিন্তু মনে রেখো, এই অশ্রু একদিন তোমার রুহ পর্যন্ত পৌঁছে যাবে। তুমি হয়তো ভাবছো আমি ভুলে যাবো, কিন্তু শূন্যতার বুক ফুঁড়ে একদিন তোমাকেই ডেকে উঠবে আমার ব্যথা। তখন তুমি খুঁজবে আমাকে, আমার ভালোবাসার সেই অশ্রুজলকে, যেটা তুমি কোনোদিনই গুরুত্ব দিতে চাওনি...! কিন্তু দেরি হবে, অনেক দেরি...! কারণ ভালোবাসার কষ্ট মানুষকে শুধু ভেঙে দেয় না, তা একসময় প্রমাণ হয়ে দাঁড়ায়-কতটা নিঃস্বার্থভাবে আমি তোমাকে চেয়ে ছিলাম... 💔😥💔
2025-09-15 10:38:28
1
mazaharulislam774
︎☆❤️❀চিরকুটের শেষ পাতা ❀❤️☆ :
ঠিক বলছেন ভাই
2025-09-16 11:44:05
1
mdmaksudurrahma39
Md Maksudur Rahma394 :
জি
2025-11-02 17:13:41
0
emon39587
❥RJ ⏤͟͟͞͞ ⭐⃟̷EMON™❥ :
🫰🥰:আজও লিখলাম ,তোমার উদ্দেশে, যদিও জানি, এ চিঠি কখনোই তোমার হাতে পৌঁছাবে না। তবুও মনে হয়, হয়তো এই শব্দগুলোর মাঝে তুমি একবার হলেও অনুভব করবে আমার হারিয়ে যাওয়া স্বপ্নগুলো। তোমাকে না পাওয়ার এই ব্যথা এক অদ্ভুত অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিটি রাত যখন নিঃশব্দে নেমে আসে, আমি তখন তোমার স্মৃতির আলোয় ডুবে যাই। কত কথা যে বলার ছিল, কত গল্প যে বুলতে চেয়েছিলাম তোমার সাথে, তা আর কখনোই বলা হবে না। তুমি দূরে চলে গেছো, অথচ আমার হৃদয়ের এক কোণায় তুমি এখনো বসত গেড়ে আছো। প্রতিদিন তোমার অভাব অনুভব করি, কিন্তু তা প্রকাশ করার ভাষা পাই না। তোমার হাসির সেই চেনা সুর, তোমার কথার সেই মিষ্টি ঝংকার-সব আজও কানে বাজে। কখনো মনে হয়, যদি সময়টাকে পেছনে টেনে নেওয়া যেত! যদি সেই মুহূর্তগুলোকে আবার ছুঁয়ে দেখতে পারতাম! কিন্তু জীবন তো একবারই বয়ে চলে, পেছনে ফিরতে জানে না। তুমি হয়তো এখন অনেক দূরে, অন্য কোথাও, অন্য কারো সাথে সুখ খুঁজে নিয়েছো। আমি তোমার সেই সুখের পথে বাধা হতে চাই না। শুধু এতটুকুই চাই, কোনো এক একলা রাতে যদি আমার কথা মনে পড়ে, যদি অনুভব করো যে কেউ ছিল যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল, তবে এক মুহূর্তের জন্য হলেও আমায় মনে করো। আমি জানি, তোমাকে পাওয়া আমার নিয়তি ছিল না, কিন্তু তোমাকে ভালোবাসা ছিল আমার জীবনের সবচেয়ে সত্য অনুভূতি। সেই অনুভূতি নিয়েই হয়তো একদিন আমি হারিয়ে যাবো, তোমার স্মৃতির ছায়ায় বিলীন হয়ে যাবো। ভালো থেকো তুমি, সবসময়। 💔😅
2025-09-14 23:01:12
1
user570809634
🦋Afroja Afrin🦋 :
আসলেই না পাওয়া মানুষ গুলোই অনেক দামি না পাওয়া ভালোবাসা কখনো ভোলা যায় না💔💔🥺🥺
2025-09-17 14:33:04
1
To see more videos from user @__last__line__, please go to the Tikwm homepage.

Other Videos


About