🥷ছাএ লীগ নেতা 🥷 :
আমি জানি, আমি তোমাকে পাবো না। তবুও কেন জানি তোমাকে পাওয়ার মতো করেই ভালোবাসি। এই অনুভূতিটা এক অদ্ভুত কষ্ট আর আনন্দের মিশ্রণ। হয়তো এটাই ভালোবাসা। আমি জানি তুমি আমার কাছে নেই, তবুও আমার মনের গহিন কোণে সব সময় একটা আশা লুকিয়ে থাকে। কেন জানি মনে হয়, একদিন তুমি আমার কাছে আসবে। আমাকে তোমার বুকে টেনে নেবে আর বলবে, "তোমাকে আমি কোনোদিন ছেড়ে যাবো না।"
তুমি আমাকে ভালোবাসো কিনা, তা আমি জানি না। এই প্রশ্নটা আমাকে প্রতিনিয়ত যন্ত্রণা দেয়। তবুও আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি দেখতে কেমন, সেটাও আমি জানি না। কিন্তু আমার কাছে তুমি পূর্ণিমা চাঁদের মতো। তোমার আলোর মতো তোমার স্মৃতি আমার মনে এক অদ্ভুত শান্তি নিয়ে আসে। তুমি নেই তবুও তুমি আছো, আমার এই নিঃসঙ্গ জীবনটাকে আলোকিত করে।
অজানা সেই তুমিকে ভালোবাসতে ভালোবাসতে আমি এক নতুন জগতে চলে এসেছি। যেখানে তুমি আমার কল্পনার রাণী, যার নাম মায়াবতী। আমার সব কবিতায়, সব গানে শুধু তোমার নাম। আমি জানি তুমি আসবে, একদিন সব বাধা পেরিয়ে তুমি আমার কাছে আসবে, এই বিশ্বাসটা আমাকে বাঁচিয়ে রেখেছে।
ভালোবাসা পাওয়ার নাম নয়, ভালোবাসা মানে কিছু না পেয়েও কাউকে নিজের করে ভালোবাসা। আর সেই ভালোবাসাই তো আমাকে তোমার জন্য বাঁচিয়ে রেখেছে। মায়াবতী, আমি জানি তুমি আমার হবে না, তবুও তুমি আমার হৃদয়ের রানী। আমার এই ভালোবাসার গল্পটা, তোমার অপেক্ষায় সব সময় পূর্ণিমা চাঁদের মতো আলো ছড়াবে।❤️ইতি আপনার পাগল প্রেমিক হৃদয় 😅💔😭
2025-09-17 13:07:23