@brokenmonergolpo: জীবনটা যেমন কল্পনা করেছিলাম, তেমন হলো না। স্বপ্নগুলো ছিলো আকাশ ছোঁয়া, অথচ বাস্তবতার দেয়ালে এসে একে একে ভেঙে চুরমার হয়ে গেল। তবুও ভেবেছিলাম—যদি না-ই সবকিছু মেলে, অন্তত কিছুটা শান্তি তো পাবো! কিছুটা নির্ভার, কিছুটা সহজ জীবন—এইটুকুই তো চাইছিলাম। কিন্তু আজকাল সেই শান্তি আমার কাছে যেন এক মরীচিকা। দিন যায়, রাত যায়, জীবন এগিয়ে চলে, তবুও ভেতরের যুদ্ধটা থামতে চায় না। প্রতিদিন লড়াই করতে হয় নিজের সাথেই, হাজার মানুষের ভিড়ের মাঝেও বুকের ভেতরে ভয়ানক এক শূন্যতা। বাইরের মানুষ ভাবে আমি ভালো আছি, কিন্তু তারা বোঝেই না ভেতরের ঝড়টা কতটা ভয়ংকর। জীবন যতই কঠিন হোক, থেমে থাকা যায় না। হয়তো বারবার হোঁচট খাবো, পথ হারাবো, তবুও এগিয়ে যেতে হবে— কারণ এই লড়াই কারো সাথে নয়, সবচেয়ে বড় লড়াইটা আমার নিজের সাথেই। একদিন না একদিন আমাকে জিততেই হবে, নিজের অশান্ত মনকে শান্ত করতেই হবে। কিন্তু জানো, সেই লড়াইয়ের মাঝেই আমি তোমাকে হারালাম। আমি জানি আমি ভুল করেছি— রাগের মাথায় এমন কিছু করে ফেলেছি, যা করা উচিত ছিল না। তুমি যেই বিশ্বাস আমায় দিয়েছিলে, নিজের হাতেই আমি সেটাকে ভেঙে ফেলেছি। আজ তিন বছর ধরে কাউকে তোমার গোপন ছবি দেখাইনি, কিন্তু এক মুহূর্তের রাগে, আঘাতে, পাগলামিতে আমি সব নষ্ট করে ফেললাম। আমি সত্যিই পাপী… আমি জানি। তবুও আমার একটাই কথা—তুমি যদি পারো, আমাকে মাফ করে দিও। তুমি যখন অন্য কাউকে বলেছিলে আমি তোমার বউ, সেই কথাটা শুনে আমার মাথায় আর কিছু কাজ করছিল না। হৃদয়টা ছিঁড়ে যাচ্ছিল, বুকে ঝড় বইছিল। তখনই হয়তো আমি হারিয়ে গেলাম নিজের ভেতরকার অন্ধকারে। তুমি চলে যাওয়ার পর থেকে তোমার শূন্যতা আমাকে যে কষ্ট দিয়েছে, সেই কষ্টের ওজন তুমি যদি একফোঁটা বুঝতে— তাহলে হয়তো কখনো আমাকে ছেড়ে যেতে না। তুমি কেন এতো সুখের প্রতিশ্রুতি দিলে, যদি শেষমেশ দুঃখই আমার ভাগ্যে লিখে যাও? মানুষ তো বাঁচে সামান্য একটু সুখের আশায়— আর সেই আশাটাই যদি ভেঙে যায়, তবে মানুষ বাঁচে কিসের জন্য? আমি আগে যেমন ছিলাম, খুব ভালোই ছিলাম। কেউ তো আমায় বলেনি তুমি আসবে শীতের শিশির হয়ে, হেমন্তের সকাল হয়ে, আর তারপর মিলিয়ে যাবে অচেনা কুয়াশার মতো। প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা— সে যে কতটা অসহনীয়, তা কেবল হারানো মানুষটিই জানে। এই হারানোর ক্ষমতা আমায় বহুবার ভেঙেছে, বহুবার হারিয়েছে, আর বহুবার কাঁদিয়েছে। আজও আমি তোমার স্মৃতির ভেতর হারিয়ে যাই। তোমার ফেলে যাওয়া ছবি, তোমার দেওয়া মুহূর্তগুলো আমায় পিছু টেনে রাখে প্রতিটি রাতে, প্রতিটি একাকী ভোরে। কিন্তু পালাতে পারিনি কখনো, কারণ তুমি তো আমার রক্তে মিশে গেছো, আমার প্রতিটি নিঃশ্বাসে ছড়িয়ে আছো। হয়তো তুমি থাকবে না আমার কাছে আগের মতো, তবুও তুমি থেকে যাবে অন্য কোনো রূপে, অন্য কোনো শহরে। আমার হৃদয়ের ভেতরে তুমি থেকে যাবে চিরকাল, আমার অশান্তি, আমার শূন্যতা, আমার লড়াইয়ের মাঝেই। হয়তো এটাই জীবনের আসল মানে— ভালোবাসা হারিয়েও ভালোবাসার স্মৃতিকে বুকে নিয়ে বেঁচে থাকা। fyp #foryou #foryourpage #bdtiktokofficial #@brokenmonergolpo
★彡[শেষ পৃষ্ঠা]彡★
Region: SA
Wednesday 17 September 2025 10:00:15 GMT
Music
Download
Comments
🖤SʜᴇHᴢᴀᴅi☆࿐💨 :
জীবনের দৌড় শেষ হয় না, জীবন এক অদ্ভুত দৌড়। কেউ শুরু করে জুতাসহ, কেউ খালি পায়ে। কেউ জন্ম থেকেই একশো মিটার এগিয়ে থাকে, আবার কেউ হাঁটার আগেই হোঁচট খেয়ে পড়ে যায়। সময়ের সাথে আপনি বুঝতে পারবেন, এই দৌড়ের নিয়ম গুলো কখনোই সবার জন্য একরকম নয়।
2025-09-17 17:19:55
63
Sohel Rana :
Aj Ami Sotti Ochena hoye geci Nijeke to Nijei chini na tumi chinbe ki kore 🤣🤣🤣🤣🤣
2025-10-22 19:33:57
1
🎧Rj Sameer Official 🎗️🧨 :
very sad
2025-10-30 06:58:36
0
🍁Rafi Hasan🍁 :
জীবনটা যেমন কল্পনা করেছিলাম তেমন হলো না স্বপ্নগুলো ছিলো আকাশ ছোঁয়া অথচ বাস্তবতার দেয়ালে এসে একে একে ভেঙে চুরমার হয়ে গেল। তবুও ভেবেছিলাম যদি নাই সবকিছু মেলে, অন্তত কিছুটা শান্তি তো পাবো। কিছুটা নির্ভর, কিছুটা সহজ জীবন এইটুকু তো চাইছিলাম। কিন্তু আজকাল সেই শান্তি আমার কাছে যেন এক মরীচিকা।
2025-09-17 17:32:14
34
𝓜𝓭 𝓖𝓱𝓪𝓶𝓲𝓶 𝓐𝓱𝓶𝓮𝓭 :
কে বলেছে আমি তোমার থেকে কিছু পায়নি..? ধ্বংসপ্রাপ্ত একটা জীবন পেয়েছি " নীরবে চিৎকার পেয়েছি " দুইটা চোখের নদী পেয়েছে "বেঁচে থেকেও মৃত্যুর মতো যন্ত্রণা পেয়েছি " কে বলেছে তোমার থেকে কিছু পায়নি..? তোমার থেকে আমি অনেক কিছুই পায়ছি...!!😅❤️🩹
2025-09-20 04:48:40
9
༺❉{ ●R ব্যর্থ প্রেমিক J● }❉༻ :
স্বার্থের এই দুনিয়ায় আমি একটুকানিও তো ভালো নায়।যার মাঝে ভালো থাকতাম হাজারো স্বপ্নের মাঝে সুখের ঠিকানা খুঁজে পেতাম। তোমায় তো হারিয়েছি আমি দু কি দুঃখের মাঝে অসম্পূর্ণ থেকে যায়। এই জীবন হয়ে গেল হাহাকার মরুভূমি তোমারি অভাবে অসহায়। তোমার সুখ স্বপ্ন এই জীবনে বাস্তবে পূরণ হোক। দুঃখ যেন তোমার বুকে কোনদিন ব্যাথা না সুখের ঠিকানায় অমৃত কাটুক। তোমার প্রতি এক অবুঝ ভালোবাসা রেখে গেলাম। আমার মনে তুমি আফসোস হয়ে মনের গহীনে কান্নার মাঝে রেখে গেলাম। গভীর প্রার্থনায় তোমার সুখ চেয়ে গেলাম সৃষ্টিকর্তার কাছে মায়াবতী। 😭
2025-10-01 13:49:07
4
Mb Mamun :
জীবন মানে যুদ্ধ জীবন মানে সুখ দুঃখের গল্প জীবন যেমনি হোক না আল্লাহর শুকরিয়া আদায় করলাম আল্লাহ সুস্থ রাখুন সবাইকে 🤲
2025-09-21 09:45:18
10
🇧🇩🥀রিক্তা ❤️মনি🥀🇸🇦 :
মানসিক শান্তি টা কি এটা আমি জানি না হারিয়ে ফেলেছি জীবন থেকে
2025-09-29 13:48:29
2
❣️Shona❣️ :
জীবনটা যেমন কল্পনা করেছিলাম তেমন হলো না স্বপ্নগুলো ছিলো আকাশ ছোঁয়া অথচ বাস্তবতার দেয়ালে এসে একে একে ভেঙে চুরমার হয়ে গেল🥺 তবুও ভেবেছিলাম যদি নাই সবকিছু মেলে, অন্তত কিছুটা শান্তি তো পাবো° কিছুটা নির্ভর, কিছুটা সহজ জীবন এইটুকু তো চাইছিলাম- কিন্তু আজকাল সেই শান্তি আমার কাছে যেন এক মরীচিকা..!
2025-09-18 16:26:07
4
M. R. Hanif🇵🇸 :
@M. R. Hanif🇵🇸:তুমি তো কখনো ও দেখনি আমার কান্নায় ভিজে যাওয়া মলিন হয়ে যাওয়া লাল চোখ দেখনি বলেই হয়তো বুঝতে পারোনি কতটা ভালোবাসি তোমায় তুমি তো কখনো শোনোনি তোমার ওভাবে বুকে ফেটে যাওয়া হাহাকার সেই নিরব চিৎকার শোনোনি বলেই হয়তো টের পাওনি তোমাকে আমি কতটা নিঃস্বার্থ ভাবে ভালোবেসেছি তুমি তো কখনো দেখনি তোমার অভাব বে কান্নায় দম বন্ধ হয়ে যায় সেই যন্ত্রণার দৃশ্য যদি দেখতে তাহলে হয়তো বুঝতে তোমায় কতটা গভীরভাবে ভালোবাসতাম আমার প্রতিটা নিঃশব্দ অশ্রুবিধু হাহাকার প্রতিটা নীরব যন্ত্রণা সব কিসুই শুধু তোমার জন্য অথচ তুমি তো দেখোনি শোনোনি বোঝোনি তাই কখনও টের পাওনি আমার ভালোবাসার গভীরতা 👸🫀পিয়
2025-10-29 06:58:05
0
HM. arif :
জীবনের দৌড় শেষ হয় না, জীবন এক অদ্ভুত দৌড়। কেউ শুরু করে জুতাসহ, কেউ খালি পায়ে। কেউ জন্ম থেকেই একশো মিটার এগিয়ে থাকে, আবার কেউ হাঁটার আগেই হোঁচট খেয়ে পড়ে যায়। সময়ের সাথে আপনি বুঝতে পারবেন, এই দৌড়ের নিয়ম গুলো কখনোই সবার জন্য একরকম নয়।
🇦🇪🥲🥲
2025-10-27 18:40:16
1
✘Ch☞✪TIPU✪_T💔R✪✘ :
জীবনটা যেমন কল্পনা করেছিলাম তেমন হলো না স্বপ্নগুলো চিলো আকাশ ছোঁয়া অথচ বাস্তবতার দেয়ালে এসে একে একে ভেঙে চুরমার হয়ে গেল🥺 তবুও ভেবেছিলাম যদি নাই সবকিছু মেলে, অন্তত কিছুটা শান্তি তো পাবো° কিছুটা নির্ভর, কিছুটা সহজ জীবন এইটুকু তো চাইছিলাম- কিন্তু আজকাল সেই শান্তি আমার কাছে যেন এক মরীচিকা..!
2025-09-26 10:18:49
2
ꪑꪮꪶꪶꪖ _ꪜꪖ𝓲._𝘬𝘴ꪖ🇸🇦 :
সুখ এমন ১টা app যা সবার Life এ Install হয় না.😅💔
2025-10-11 20:21:44
0
M.A Momin :
জীবনটা যেমন কল্পনা করেছিলাম তেমন হলো না স্বপ্নগুলো ছিলো আকাশ ছোঁয়া অথচ বাস্তবতার দেয়ালে এসে একে একে ভেঙে চুরমার হয়ে গেল। তবুও ভেবেছিলাম যদি নাই সবকিছু মেলে, অন্তত কিছুটা শান্তি তো পাবো। কিছুটা নির্ভর, কিছুটা সহজ জীবন এইটুকু তো চাইছিলাম। কিন্তু আজকাল সেই শান্তি আমার কাছে যেন এক মরীচিকা।💔😅
2025-09-24 15:48:30
0
★MD★🐼_RIDOY★🎀★BIACK★_BOY_🦅 :
MD RIDOY) এই প্রবাসে ভালো থাকা মানে শুধু বাঁচা, মনটা যে পড়ে থাকে অনেক দূরে, মন চায় সব ফেলে ফিরে যাই, কিন্তু দায়িত্বের বাঁধনে আটকে আছি, এই দূর প্রবাসে হাসির আড়ালেও লুকিয়ে থাকে অজস্র কষ্টের গল্প, চলে যেতে চাই, কিন্তু পারি না, কারণ কিছু স্বপ্নের দায় এখন কাঁধে চেপে বসে আছে।, ভালো লাগে না আর প্রবাসের এই নীরবতা, তবুও থেমে থাকা চলে না, মনটা বাড়ির দিকে ছুটে যায় বারবার, আর আমি পড়ে থাকি এখানে, একা, চলে যেতে ইচ্ছে করে, কিন্তু বাস্তবতা বলে এখনো সময় হয়নি...!😅❤️🩹🥲
2025-09-22 13:04:45
4
SOHEL🖤 :
তোমাকে পাবোনা জেনেও আজও আমি তোমাকে অসম্ভব ভালোবাসি সত্যি বলতে আজও আমি তোমার মায়া কাটিয়ে উঠতে পারিনি যতই সময় কাটে যাক যতদিন বদলাক আমার মনে হয় আমি আজও সেই জায়গায় আটকে আছি যেখানে তোমাকে প্রথম ভালোবেসে ছিলাম আমি বারবার নিজেকে বোঝাই তুমি আমার নয় তুমি হয়তো আমার কোনদিন হবে না তবুও মনকে কিছুতেই মানাতে পারিনা তোমার নামটা শুনলে তোমার মুখটা চোখের সামনে এলে আজ বুকের ভেতর কেঁপে ওঠে
আমি জানি ভালোবাসা মানেই পাওয়া নয় কিন্তু ভালোবাসা ছাড়া বাঁচাও যায় না হয়তো আমি তোমাকে কাছে বিশেষ কেউ নই তবুও তুমি তোমার কাছে সবকিছু আমি অনেক চেষ্টা করেছি ভুলে থাকার নিজেকে বোনকে শক্ত করার কিন্তু প্রতিবারই তোমার মায়ায় আটকে গেছি তুমি আমার জীবনের সেই অধ্যায় যেটা কোনদিন বন্ধ করতে পারবো না তোমার স্মৃতি তোমার ছোট্ট কথাগুলো তোমার একটুখানি যত্ন সবকিছু আজও আমার কাছে সবচেয়ে মূল্যবান মানুষ ভাবে সময় সব কিছু বদলে দেয় কিন্তু আমার ক্ষেত্রে সময় শুধু প্রতি ভালবাসাটাকে আরো গভীর করছে তুমি যদি দূরে থাকো অন্য কারো সঙ্গে সুখী থাকো তবুও আমি তোমার জন্য প্রার্থনা করব তুমি যেন সবসময় হাসো ভালো থাকো হয়তো তুমি জানোও না কেউ তোমাকে এতটা ভালবাসে কিন্তু আমার ভালবাসা নিঃশব্দে প্রতিদিন তোমাকে ঘিরেই বেঁচে আছে আজো আমি শুধু তোমাকে ভালোবাসি আজো আমি তোমার মায়া থেকে মুক্ত হতে পারিনি আর হয়তো কোনদিন পারবো না তুমি আমার সেই অসমাপ্ত স্বপ্ন আমার সেই অদেখা সুখ যে আমার জীবনের সবকিছু হয়েও আমার হয়নি কোনদিন..? 😅
2025-10-25 10:12:38
0
সুন্দর সা-ফা-র 3-7 :
@সুন্দর সা-ফা-র 3-7:আহঃ মায়াবতী চাইলেই কি তোমারে ভুলা যায় যাইয়া,, কি ভাবছো ভুলে গেছি নাহ, আমায় কি মনে পরবেনা পরবে পরবে একদিন ঠিকই মনে পরবে সেদিন তুমি অজরে কান্না করবে আর আমায় খুজবে কিন্তু কোথাও পাবে না আমায়, 😅আমি আর কখনো চাই না তার সাথে আমার দেখা হোক ওর সাথে দেখা হওয়ার আগে আমার মৃত্যু হোক,, সে আমায় গভীর ভাবে ঠকিয়েছে, শুধু তাই নয় তাকে আমি আমার করে পেতে চেয়ে ছিলাম পরিবার ও রাজি ছিল তবে সেই আমার হতে চাইনি, তবে আমি চাই সে ভালো থাকুক তার সাথে যেন আমার আর কখনো ভুল করেও দেখা না হয়,, 😅😅সে আমায় বিদায় দেয়নি পড়িয়েছে কাফন এই দুনিয়ায় জিন্দা লাশ হয়ে বেঁচে আছি আমাকে কেউ করেনি দাফন...!😷😅
2025-09-30 07:30:19
1
💬SUHAG🌸 :
আসলে জীবন টা কি এমন হওয়ার কথা ছিলো,,,,,😭😭😭😭😭
2025-09-18 11:56:10
4
Mahin⚔️ :
আমি ও সেি মানষিক শান্তিটা পেতে চায়
2025-10-07 18:29:46
2
crazy boy :
*আমি ছিলাম মোমবাতি, সে ছিল রাত,*
*জ্বলেছি নিঃশব্দে, ভালোবাসার প্রভাত।*
*সে চেয়েছিল সূর্য, আলো হাজার,*
*আমি পুড়েছি তবু, ছিল না কোনো দ্বিধার।😅
2025-10-03 18:36:27
0
MD RAIYAN AHMED :
ক্যাপশনটা দিন ভাই আমাকে
2025-09-24 12:03:40
0
Kawser Juwel :
সাউন্ড টা শুনে একজনের কথা খুব মনে পরে গেলো ২০১৬ সাথে আল্লাহ ওরে নিয়ে গেলো ওনার কাছে।। আল্লাহ ওরে জান্নাত বাসী করুক। হে আল্লাহ তুমি তো জানো ওর প্রতি আমার কেমন আত্মনাদ তুমি ওরে সবসময় ভালো রেখো ওপারে😌
2025-10-22 17:47:18
0
FAYSAL 45🇧🇩🇵🇸🇸🇦 :
পুরুষ মানুষের জীবন মানেই যুদ্ধ যা মরার আগেই এই যুদ্ধ শেষ হবে না 🤣
2025-09-27 18:25:08
1
Asaduzzaman sojun :
জীবনটা যেমন কল্পনা করেছিলাম তেমন হলো না স্বপ্নগুলো ছিলো আকাশ ছোঁয়া অথচ বাস্তবতার দেয়ালে এসে একে একে ভেঙে চুরমার হয়ে গেল। তবুও ভেবেছিলাম যদি নাই সবকিছু মেলে, অন্তত কিছুটা শান্তি তো পাবো। কিছুটা নির্ভর, কিছুটা সহজ জীবন এইটুকু তো চাইছিলাম। কিন্তু আজকাল সেই শান্তি আমার কাছে যেন এক মরীচিকা।
2025-09-21 20:33:34
2
Md Kawser :
এটা শিখলাম
ভালোলাগা মরীচিকা
মনে হয় আমি একাই তোমাকে ভালোবেসেছিলাম তুমি নয়
2025-10-29 02:57:47
0
To see more videos from user @brokenmonergolpo, please go to the Tikwm
homepage.