AKASH :
চাইলেই কি আর সবকিছু ভুলা যায় বলো তো? তুমি কি সত্যিই ভেবেছো আমি সব ভুলে গেছি? না, কিছু মানুষ আর কিছু স্মৃতি আছে যেগুলো মৃত্যুর আগ পর্যন্ত থেকে যায়। আমি হয়তো ভুলে যাওয়ার ভান করি, হাসি মুখে কথা বলি, অন্যের কাছে শক্ত হওয়ার চেষ্টা করি—কিন্তু মনের গভীরে তুমি এখনও ঠিকই রয়ে গেছো।
আজও মাঝরাতে হঠাৎ জেগে উঠলে তোমার কথা মনে পড়ে যায়, হাওয়ার ছোঁয়ায় তোমার গন্ধ পাই, অকারণে ভিড়ের মাঝে তোমার মতো কাউকে খুঁজতে থাকি। বারবার নিজেকে বোঝাই তোমাকে ভুলে গেছি, কিন্তু সত্যিটা হলো তুমি এখনো আমার ভিতরের এক অদৃশ্য অংশ হয়ে বেঁচে আছো।
সময় যতই বদলাক, জীবন যতই নতুন গল্প লিখুক, তোমার জায়গাটা আমার মনে অটল থেকে যায়। আমি জানি, তোমাকে আর কাছে পাওয়া সম্ভব নয়, তবুও বিশ্বাস করো—তুমি হারাওনি, তুমি এখনো আমার অনুভূতির প্রতিটি খাঁজে বেঁচে আছো।
তুমি হয়তো আমার জীবন থেকে দূরে সরে গেছো, কিন্তু আমি আজও তোমাকে বয়ে বেড়াই, তোমাকে নিয়ে বাঁচি, আর চিরকাল তোমার স্মৃতির সঙ্গে পথ চলতে থাকবো😅💔💔
2025-10-22 19:55:36