❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
পাইলাম না রে এই দুনিয়ায় আমার মনের মতো কেউ... একটার পর একটা মানুষ আসলো, গেলো, কেউ থামলো না। আমি কতবার নিজেকে ভাঙছি শুধু যাতে কারো জোড়া লাগানোর কাজটা সহজ হয়। কিন্তু শেষমেশ কি হইল? সবাই নিজের মতো সুখ খুঁজে নিছে, আর আমি রইলাম এই একলা পৃথিবীতে একটা চুপচাপ মানুষ হইয়া। যারে নিজের বলতে চাইছিলাম, সে আমার নীরবতা বুঝলো না; যারে বিশ্বাস করছিলাম, সে আমার সহজ সরলতারে দুর্বলতা ভাবলো। যারে ভালোবাসছিলাম, সে বললো—‘তুই তো আর আগের মতো নাই’। তুই জানস না, আগের আমি মরে গেছে তোর অবহেলাতেই।
দিনশেষে বুঝি, এই দুনিয়ায় কেউ কারো না। মুখে যতই বলুক ‘ভালোবাসি’, কাজে তার ছিটেফোঁটা দেখা যায় না। এখন কেউ চোখের জল দেখলে বলে—নাটক করতেছিস। আর হাসলে ভাবে—ভালোই তো আছিস। মাঝখানের আমি? আমি হারায়া গেছি।
রাতজেগে কাঁদি, সকালে উঠি মুখে হাসি এঁকে। কারণ কারো কাঁদা সহ্য হয় না, কিন্তু একটা ‘ভালো আছি’ শুনলে সবাই খুশি। কী অদ্ভুত রে এই জীবন! নিজেকে ঠিক রাখতে গিয়ে ভিতরে ভিতরে মরে যাচ্ছি। এখন আর কষ্টের কথা বলি না, বললে কেউ বোঝে না বরং ক্লান্ত হয়।
কেউ জিজ্ঞেস করে না, 'তুই ঠিক আছিস তো?'... কেউ ভাবে না, এই চুপচাপ হইয়া যাওয়ার পেছনে কতো গলা পর্যন্ত জমে থাকা কান্না লুকানো। আমি অভ্যস্ত হইয়া গেছি—শুনতে, সহ্য করতে, হেরে যেতেও। এখন কারো উপর ভরসা করি না, কারণ বারবার ভাঙলে মনটা আর আগের মতো জোড়া লাগে না।
পাইলাম না রে এই দুনিয়ায় আমার মনের মতো মানুষ… তাও মন চায় কেউ একজন আসুক, চোখের দিকে তাকাইয়া বলুক—‘তুই একা না।’ কিন্তু ওই যে, মন চাওয়াই তো সব চাইতে বড় ভুল।"💔😅
2025-09-18 17:40:24