[M💔R] :
পূর্ণজন্ম বলে কিছু হয়তো নেই, এই জীবনটাই ছিল শেষ সুযোগ—আর এই জন্মেও তোমায় পাওয়া হলো না। ভেবেছিলাম অন্তত এবার সব ঠিক হবে, ভেবেছিলাম এবার আমার ভালোবাসা জিতবে... কিন্তু বাস্তবতা বুঝিয়ে দিল—চাওয়া আর পাওয়া সবসময় এক হয় না। এই জন্মও শেষ হলো এক অপূর্ণ অপেক্ষার মাঝে, আর মনে রয়ে গেল এক অসন্তুষ্ট ভালোবাসার তীব্রতা... ভেবেছিলাম একদিন সব ঠিক হবে, ভেবেছিলাম পরের জন্মে পাবো—কিন্তু বুঝতে হবে, আমাদের ধর্মে কোনো পুনর্জন্ম নেই প্রিয়! আছে শুধু এই জন্মের কিছু না-পাওয়া গল্প।
পূর্ণজন্ম বলে আসলেই কিছু নেই—এই বিশালতার মাঝে আমার ভালোবাসার গভীরতা। এই জন্মই আমার সবকিছু, আর তেমাকে পাওয়ার আকাঙ্ক্ষা যেন এই জন্মের জীবনটাকে পূর্ণতা দেয়! তোমার জন্য আমার প্রতিটি শ্বাস, প্রতিটি হৃদস্পন্দন, তুমি শুধু একজন মানুষ নও— তুমি আমার স্বপ্ন, আমার শান্তি, আমার শক্তি, আমার সময়ের অস্তিত্বের অর্থ! যদি পূর্ণজন্ম থাকতো, তবু আমি এই জন্মেই তোমাকেই পেতে চাইতাম, কারণ এই জন্মের মুহূর্তগুলোই চিরন্তন সত্য, এই প্রেমই সত্যি ।
পূর্ণজন্ম বলে কিছু না থাকলেও সমস্যা নেই—কারণ আমি তোমাকে এই জন্মে পুরোটা দিয়ে ভালোবেসেছি। তোমাকে পাওয়া হয় নি হয়তো ভাগ্য ছিল না, দোষ কারোও না—হয়তো আমরা এক হলে দিন ঘুরে রাত হতো না!! কখনো মনে করোনা তোমার প্রতি আমার ভালোবাসা কমে যাবে!! আমি আজও সেই প্রথম দিনের মতো তোমাকে ভালোবাসি.. প্রিয়........🙂
2025-09-20 15:38:51