🥹 এইতো জীবন🥹 :
একদিন যেই স্কুলটা আমার ছিল,,
আজ সেখানে আমার কোনো অস্তিত্ব খুঁজে পাইনা!শুধু হারিয়ে যাওয়া পুরনো দিনগুলো চোখের সামনে ঝাপসা হয়ে আসে!"একসময় যে স্কুল মাঠ আমার দখলে ছিল,এখন সেই স্কুলে শত,সহস্র নতুন প্রজন্মের উদ্ভাবন হয়েছে....কিন্তু বর্তমান!এই আমি সহ, আমার বন্ধু মহলের ছায়াও সেখানে নেই। আছে শুধু এক গুচ্ছ স্মৃতিচারণ..... শুধুই স্মৃতিচারণ।
পড়া না শেখার কারণে, স্যার-ম্যাডামদের কাছ থেকে কতো অপমান, কতো বকুনি আবার আদর ও খেয়েছিলাম। মাঝে মাঝে যখন ভাগ্যক্রমে স্যার-ম্যাডামদের সাথে রাস্তায় দেখা হয়ে যায়, বিশ্বাস করেন এতো আদুরে স্বরে ভালোবেসে কথা বলে,ইচ্ছে করে ইস্!যদি স্কুল লাইফ টা আবার ফিরে পেতাম😢
জানেন? আজ যখন আমার সে-ই স্কুল গেটের সামনে দিয়ে যাওয়া-আসা করি, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি,আমার সেই চিরচেনা স্কুল মাঠের দিকে!আর..কোথাও খুঁজে পাই না এই আমাকে,আমার প্রাণের বন্ধুদেরকে🥹
বহু-ব্যক্ততা বাকি রয়ে গেলো—
মনে রাখবো তোদের চিরদিন,তোরা যেখানেই থাকিস যতদিন•••••
SSC friends forever missed!🫂
🥹এইতো জীবন🥹
🙏🙏
2025-09-19 15:37:41