0:00📖✍️ :
তুমি-ই শিখিয়েছিলে, ভালোবাসা কী...? ভালোবাসতে হয় কীভাবে...? আর আমি তো শিশুর মতো নিষ্পাপ মনে তোমাকে ভালোবেসেছিলাম যত্ন করে, নিজের সবটুকু দিয়ে। কিন্তু ভাগ্যের খেলায়, আর তোমার অবহেলার কারণে আমি তোমাকে আমার করে রাখতে পারিনি।
এই জন্মে তোমাকে পাওয়া হলো না-তবুও আজও প্রতিটি রাত, প্রতিটি একাকী মুহূর্তে তুমি আমার ভেতরে বেঁচে আছো। তুমি হয়তো অন্যের হাসিতে হারিয়ে যাবে, অন্য কারও হাত ধরে নতুন গল্প লিখবে, কিন্তু আমি জানি-আমার ভেতরে তুমি চিরকাল থেকে যাবে সেই অপূর্ণ কবিতার মতো, যা শেষ হয় না, শুধু অনুভূতিতে থেকে যায়।
তাই শেষ কথা একটাই-
আমাকে চাইলে ভুলে যাও, আমার ভালোবাসাকে চাইলে অস্বীকার করো, তবুও একেবারে মুছে দিও না আমায় তোমার স্মৃতি থেকে। কারণ, আমার অস্তিত্বে আজও শুধু তুমি, আমার প্রতিটি নিঃশ্বাসে বাজে তোমার নাম, আমার প্রতিটি অনুভূতিতে তুমি আছো, থাকবে চিরকাল...!💔🥀😅
2025-11-03 08:15:14