No Love, No Problems...🗿
But No Money Is Big Problems...!💰💸
2025-09-24 03:22:52
35
🐸জাতির _সুইট _ভাইয়া 🐸 :
আপনি আমাকে কম বেশি সব জায়গায় দেখবেন..., 🙂
দেখবেন না খালি মেয়েদের পিছনে... ✅🗿🙏
2025-10-05 06:43:03
8
🌜⚡⚡🌛 :
ভালোবাসা?💔
ভালোবাসা কি সুন্দর তাই না, কেউ ধ্বংস হয় আবার কেউ সুন্দর একটি জীবন ফিরে পায়। ভালোবাসার এই অদ্ভুত খেলা একটি জীবনকে শেষ করতে পারে আবার সুন্দর ভাবে গড়ে তুলীতে পারে। প্রতিটা চোখের পানি বলে দেয় কারোর মায়া কতটা ভয়ংকর। সবাই ভালবাসতে যানে কিন্তু মায়ায় পড়ে ভেতর ভেতর শেষ হতে কতজন পারে। কারো মায়া যে এত টা খারাপ যদি মায়ায় না পড়তাম তাহলে বুঝতে পারতাম না, ভালোবাসার মানুষকে নিয়ে বেঁচে থাকার কথা ছিলো কিন্তু তা আর হয়ে উঠে নাই বরং তার স্মৃতি নিয়ে বেঁচে থাকতে হচ্ছে। প্রতিটা রাত এমন ভাবে কেটে যাচ্ছে যে মাঝরাতে তোমার কথা ভেবে দম বন্ধ হয়ে যায়। তোমাকে নিয়ে কল্পনা জগৎ সাজিয়ে তুলি যদিও বাস্তবে তাকে পাওয়া সম্ভাবনা নাই ১%। তবুও তোমাকে নিয়ে ভাবতে ভালো লাগে। ভালো লাগে তোমার স্মৃতি মনে করে উপন্যাস লিখতে, ভালো লাগে তোমার দেওয়া কতা মনে করে আফসোস করতে, তোমার সবকিছু আমার ভালো লাগলেও তোমার আমাকে ভালো লাগতো না কখনোই, তুমি তো ভালোবাসা নিতে জানতো দিতে জানতো না তাই..।❤️🩹