Rasel 7205 :
চোখের জল আড়াল করে দিলাম মিথ্যা হাসি ,, হাসি দেখে সবাই বিবেচনা করে আমি হয়তো ভালো আছি ,, আসলে আমি ভালো নেই ,কারণ আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়েছি ,, সে ছিল আমার কাছে রত্ন , তাই তাকে করেছি যত্ন , সে ছিল আমার কাছে পৃথিবী সে ছিল আমার স্বপ্ন ,তাকে হারিয়ে নিজেকে হারিয়ে ফেলেছি , তাকে হারিয়ে আমি আমার নিজের হাসি টা হারিয়ে ফেলেছি ,তাকে হারিয়ে আমার পৃথিবীটা হারিয়ে ফেলেছি , তাকে হারিয়ে আমার স্বপ্নগুলোকে হারিয়ে ফেলেছি , নিজের সবকিছু হারিয়ে তাকে ভালো থাকতে দিয়েছি , কেননা ভালো রাখার নামই ভালবাসা , আমি চাই পৃথিবীর সকল সুখ তার হোক , তবে আমার মৃত্যু হোক , কারণ এই হাত টা যদি না রাখতে পারি তার হাতে , বেঁচে থেকে লাভ নাই এই পৃথিবীতে , আমি জানি মৃত্যুর কাছে তার কষ্ট কিছুই না , তবে বর্তমানে মৃত্যুটাই আমার কাছে শ্রেষ্ঠ সুখ , 🥹🥹
2025-10-19 17:29:07