🤕🍁 নষ্ট কবি 🍁🤕 (A) :
ওইদিনই শেষবার তোমাকে দেখেছিলাম, আর অনেকদিন হলো তোমাকে দেখিনি - আমি শুধু একটা পরিচিত মুখ খুঁজে পাই। তুমি হয়তো এখনও ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে যাও, কিন্তু তুমি আর আমার কাছে আগের মতো আলাদা হয়ে দাঁড়াও না। সেদিনের পর কত দিন কেটে গেছে, রোদে পুড়ে যাওয়া দুপুরগুলো, বৃষ্টিতে ভিজে যাওয়া সন্ধ্যাগুলো। তবুও তোমার চোখের সেই চেহারা এখনও আমার মনে রয়ে গেছে, ক্যানভাসে আঁকা এক চিরন্তন স্মৃতির মতো। তুমি কি জানো, এখনও যখন কেউ হঠাৎ তোমার মতো হাসে, আমি এক মুহূর্ত থেমে ভাবি - যদি তুমি ফিরে আসো? কিন্তু না, প্রতিবারই সেই মায়া ভেঙে যায়, তুমি হারিয়ে যাও, হয়তো চিরতরে। আমি প্রতিদিন গুনছি, সেই শেষ সাক্ষাতের পর থেকে আজ পর্যন্ত নতুন সাক্ষাৎ হয়নি, কখনও হবে কি? তোমাকে দেখার অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমার হৃদয় এখনও বলে - শুধু একবার, আবার দেখা হোক! সেটাই ছিল শেষবার যখন আমি তোমাকে দেখেছিলাম, এবং যদিও অনেক দিন তোমাকে দেখিনি, তবুও আমার চোখ এখনও তোমাকেই খুঁজছে
2025-10-17 03:45:36