❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
প্রতিশোধ? না, আমি তোমার মতো হবো না।"
তুমি যখন ঘৃণা দিয়ে আমাকে ভেঙে দিতে চেয়েছিলে, আমি তখনও ভালোবাসা দিয়ে তোমাকে জুড়ে রাখতে চেয়েছি।
তুমি যখন আমার সবটুকু বিশ্বাস ভেঙে নিঃস্ব করে দিলে, আমি তখনও চেয়েছিলাম — তুমি যেন শান্তিতে থাকো।
তুমি তো চেয়েছিলে আমি ভেঙে পড়ি, হেরে যাই, নিজেকেই দোষ দিই —
কিন্তু দেখো, আমি আজও ভাঙিনি।
কারণ আমি প্রতিশোধে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি ভালোবাসার শক্তিতে।
তোমার দেওয়া আঘাত আমাকে কঠিন করেছে, কিন্তু নিষ্ঠুর না।
তোমার অনাদরে আমি একা হয়েছি, কিন্তু ভালোবাসা দিতে ভুলি না।
তুমি হয়তো ভাবো, আমি কাঁদি রাতে —
হ্যাঁ, কাঁদি, কিন্তু সেটা তোমার জন্য না, সেই ভালোবাসার জন্য, যা তুমি বোঝোনি।
প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু তাতে কি হতো?
দুইটা হৃদয়ই ভাঙত, আর আমি সেই মানুষটা হতে চাই না
যে কারও চোখে নিজের প্রতিচ্ছবি দেখে ঘৃণা করে।
তাই বলি, প্রতিশোধ নয়, আমি তোমার ঘৃণার বিপরীতে আজও তোমাকে ভালোবাসি।
হয়তো দূর থেকে, নিঃশব্দে, নিজের মতো করে...
তোমার শান্তি কামনায়, তোমার সুখের প্রার্থনায় —
আমার ভালোবাসার এই নীরব শক্তিই আমার জয়।❤️🩹🫀
2025-09-23 08:48:20