❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
ফিরিয়ে দিতে চাই সেই রাতগুলোকে, যখন আমি নির্ভয়ে ঘুমিয়ে পড়তাম। কোনো চিন্তা, কোনো দুশ্চিন্তা, শুধু নিরবতা আর শান্তির মাঝে হারিয়ে যেতাম। সে রাতগুলো ছিল আমার জীবনের সবচেয়ে সহজ এবং সুন্দর মুহূর্ত, যেখানে মন টা মুক্ত, যেখানে স্বপ্নগুলো হতো স্বচ্ছ আর মধুর। আজকের এই অন্ধকার রাতগুলোতে, মন টা যেন ভেঙে ভেঙে যায়, হাজারো প্রশ্ন ঘুরে বেড়ায়, অথচ কোনো উত্তর মেলেনা। আমার মনে হয়, সেই নিরিবিলি রাতগুলো হারিয়ে গেছে, আর আমি হারিয়ে গেছি তাদের সাথেও। কবে যেন ফিরবে সেই শান্তি, কবে যেন ফিরে আসবে সেই নিঃশব্দ স্বপ্নের রাতগুলো? আর কি কখনো আমি আবারো ভেবে ছাড়া, নির্ভয়ে ঘুমাতে পারব?
ফিরিয়ে দাও আমায় সেই রাত, যখন মন ছিল খোলা, যখন হৃদয় ছিল নিরপেক্ষ, যখন স্বপ্ন ছিল আমার আশ্রয়।💔😅
2025-09-25 06:19:00