@riqyourenemy_: TCATT untuk kewarasan jiwa☘️ #soundofsouth #celticpunk #theclovesandthetobbaco #fyp #beranda @The Cloves and The Tobacco

𝟔𝟔𝟔
𝟔𝟔𝟔
Open In TikTok:
Region: ID
Tuesday 23 September 2025 07:21:05 GMT
1556
177
4
8

Music

Download

Comments

theclovesandthetobacco
The Cloves and The Tobacco :
💚☘
2025-09-23 16:42:42
1
saynodrugs_
undertaker :
🍀
2025-09-25 22:51:20
0
To see more videos from user @riqyourenemy_, please go to the Tikwm homepage.

Other Videos

জানো প্রিয়... আজ আমি ভীষণ ভেঙে পড়েছি। তোমাকে ছাড়া আমার দিনগুলো যেন অন্ধকারে ডুবে থাকা এক লম্বা রাত। সারাদিন, শত শতবার, অজান্তেই তোমার কথা মনে আসে—কিন্তু প্রতিবারই আমি শূন্যতায় ফিরে আসি। তোমার অনুপস্থিতি এমন এক যন্ত্রণা, যেটা ভাষায় বোঝানো যায় না, শুধু অনুভব করা যায় বুকের গভীরে। জানো, কষ্টটা কোথায় সবচেয়ে বেশি লাগে? আমি প্রতিদিন ভান করি যে আমি ঠিক আছি। চারপাশের মানুষদের হাসি দেখাই, গল্প করি, ব্যস্ত থাকার চেষ্টা করি, কিন্তু ভেতরে ভেতরে আমি একেবারে ভেঙে যাচ্ছি। আমার প্রতিটা শ্বাস, প্রতিটা হৃদস্পন্দন যেন তোমাকে খুঁজে ফেরে—কিন্তু তুমি আর আসো না। কখনও রাতে বিছানায় শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকি, ভাবি তুমি হয়তো একই আকাশের নিচে আছো, কিন্তু আমার থেকে কত দূরে। মনে হয়, যদি তোমাকে ছুঁতে পারতাম, যদি একবার বলতে পারতাম কতটা প্রয়োজন তোমাকে... অথচ পারি না। শুধু চোখ ভিজে যায় অশ্রুতে, আর এক অনন্ত শূন্যতা আমাকে ঘিরে ধরে। প্রিয়, তুমি হয়তো বুঝতে পারবে না এই যন্ত্রণা কেমন। প্রতিদিন তোমার স্মৃতি নিয়ে বেঁচে থাকা মানেপ্রতিদিন একটু একটু করে ভেতরে মরতে থাকা। যতবার তোমাকে মনে করি, মনে হয় বুকের ভেতর কেউ এক মুঠো আগুন ছুঁড়ে দিয়েছে। আমি দম বন্ধ হয়ে আসা কষ্ট গোপন করি, আর বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করি। অথচ ভিতরে আমি ভীষণ একা, অসহায় আর ভেঙে চুরমার। জানো প্রিয়... মানুষ ভাবে কষ্ট মানে শুধু কান্না। কিন্তু সত্যি বলতে, সবচেয়ে বড় কষ্ট হলো—কাউকে ভীষণ ভালোবেসেও তাকে কাছে না পাওয়া, তার অভাবকে বুকে বয়ে চলা, অথচ কারো সাথে সেই কষ্ট ভাগ করতে না পারা। আমার প্রতিটা দিন, প্রতিটা রাত যেন তোমাকে ছাড়া এক দমবন্ধ অন্ধকারে কাটে। তুমি না জানলেও, না বুঝলেও—আমি এখনো তোমাকেই ভাবি, তোমাকেই চাই, তোমাকেই খুঁজি... অথচ তুমি আমার নও..!😫💔  ক্যাপশনটা  ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার একটি মূল্যবান কমেন্ট করে যাবেন প্লিজ 🙏🙏💔 ইতি তোমাদের  🍂↑#ব্যর্থ কবি ^📓^✍️$£
জানো প্রিয়... আজ আমি ভীষণ ভেঙে পড়েছি। তোমাকে ছাড়া আমার দিনগুলো যেন অন্ধকারে ডুবে থাকা এক লম্বা রাত। সারাদিন, শত শতবার, অজান্তেই তোমার কথা মনে আসে—কিন্তু প্রতিবারই আমি শূন্যতায় ফিরে আসি। তোমার অনুপস্থিতি এমন এক যন্ত্রণা, যেটা ভাষায় বোঝানো যায় না, শুধু অনুভব করা যায় বুকের গভীরে। জানো, কষ্টটা কোথায় সবচেয়ে বেশি লাগে? আমি প্রতিদিন ভান করি যে আমি ঠিক আছি। চারপাশের মানুষদের হাসি দেখাই, গল্প করি, ব্যস্ত থাকার চেষ্টা করি, কিন্তু ভেতরে ভেতরে আমি একেবারে ভেঙে যাচ্ছি। আমার প্রতিটা শ্বাস, প্রতিটা হৃদস্পন্দন যেন তোমাকে খুঁজে ফেরে—কিন্তু তুমি আর আসো না। কখনও রাতে বিছানায় শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকি, ভাবি তুমি হয়তো একই আকাশের নিচে আছো, কিন্তু আমার থেকে কত দূরে। মনে হয়, যদি তোমাকে ছুঁতে পারতাম, যদি একবার বলতে পারতাম কতটা প্রয়োজন তোমাকে... অথচ পারি না। শুধু চোখ ভিজে যায় অশ্রুতে, আর এক অনন্ত শূন্যতা আমাকে ঘিরে ধরে। প্রিয়, তুমি হয়তো বুঝতে পারবে না এই যন্ত্রণা কেমন। প্রতিদিন তোমার স্মৃতি নিয়ে বেঁচে থাকা মানেপ্রতিদিন একটু একটু করে ভেতরে মরতে থাকা। যতবার তোমাকে মনে করি, মনে হয় বুকের ভেতর কেউ এক মুঠো আগুন ছুঁড়ে দিয়েছে। আমি দম বন্ধ হয়ে আসা কষ্ট গোপন করি, আর বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করি। অথচ ভিতরে আমি ভীষণ একা, অসহায় আর ভেঙে চুরমার। জানো প্রিয়... মানুষ ভাবে কষ্ট মানে শুধু কান্না। কিন্তু সত্যি বলতে, সবচেয়ে বড় কষ্ট হলো—কাউকে ভীষণ ভালোবেসেও তাকে কাছে না পাওয়া, তার অভাবকে বুকে বয়ে চলা, অথচ কারো সাথে সেই কষ্ট ভাগ করতে না পারা। আমার প্রতিটা দিন, প্রতিটা রাত যেন তোমাকে ছাড়া এক দমবন্ধ অন্ধকারে কাটে। তুমি না জানলেও, না বুঝলেও—আমি এখনো তোমাকেই ভাবি, তোমাকেই চাই, তোমাকেই খুঁজি... অথচ তুমি আমার নও..!😫💔 ক্যাপশনটা ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার একটি মূল্যবান কমেন্ট করে যাবেন প্লিজ 🙏🙏💔 ইতি তোমাদের 🍂↑#ব্যর্থ কবি ^📓^✍️$£

About