🎀 ꫝ𝚂𝙷𝙸ƙ🎀 :
মায়াবতী, তোমাকে কতটা মিস করি সেটা বোঝাতে গেলে হয়তো হাজারো শব্দও কম পড়ে যাবে। প্রতিটা মুহূর্তে, প্রতিটা নিঃশ্বাসে তোমার অভাব টের পাই। তুমি কাছে না থাকলেও আমার চারপাশে তোমার স্মৃতি ঘুরে বেড়ায়, তোমার হাসি, তোমার কথা, তোমার সেই মায়াবী চোখ সবকিছু যেন আমার মনকে আরও বেশি করে তোমার জন্য পাগল করে তোলে,
তুমি না থাকলে দিনগুলো কেমন যেন ফাঁকা লাগে, রাতগুলো নিস্তব্ধ আর একাকী মনে হয়। মাঝে মাঝে মনে হয় তুমি থাকলে আমার এই একাকীত্ব গুলোও রঙিন হয়ে যেতো। মায়াবতী, তোমাকে ছাড়া আমার পৃথিবীটা যেন অপূর্ণ, আমার সুখের ছবিটা যেন অসম্পূর্ণ।
তোমার প্রতি এই টান, এই মায়া, এই ভালোবাসা কোনো কিছুর সঙ্গেই মেলানো যায় না। তোমাকে ছাড়া আমি কখনোই সম্পূর্ণ নই। তাই একটাই কথা বারবার বলতে ইচ্ছে করে, মায়াবতী, তোমাকে আমি ভীষণ মিস করি, প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতিনিয়ত...! 😭💔🥺
2025-09-30 13:12:29