❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
"তোমার কথা মনে পড়লে এখন আর কষ্ট লাগে না…
এক সময় ভেবেছিলাম, তুমি ছাড়া বুঝি বাঁচা সম্ভব নয়। প্রতিটা স্মৃতি, প্রতিটা মুহূর্ত, প্রতিটা কথা—সবই ছিল হৃদয়ের গভীরে গেঁথে থাকা এক এক টুকরো আবেগ। রাত জেগে কাঁদা, পুরোনো মেসেজ পড়ে বারবার ভেঙে পড়া, সেইসব দিনগুলো এখন যেন গল্প হয়ে গেছে।
সময় সত্যিই অনেক কিছু শিখিয়ে দেয়। আজ যখন তোমার কথা মনে পড়ে, চোখে জল আসে না—মনে হয়, হ্যাঁ, এক সময় ভালোবেসেছিলাম। কিন্তু আজ আমি নিজেকে ভালোবাসতে শিখেছি। আজ আর তোমার অনুপস্থিতি আমাকে ভেঙে ফেলে না, বরং আমার গড়ে ওঠার প্রেরণা হয়ে দাঁড়ায়।
তুমি ছিলে অতীতের একটা অধ্যায়—খুব আপন, খুব প্রিয়। কিন্তু জীবন তো এগিয়ে যায়। আর আমি শিখেছি, পেছনে তাকালে সামনের পথ হারিয়ে যায়। তাই আজ আমি হাঁটছি, একা নই—নিজের আত্মবিশ্বাস, সাহস আর অভিজ্ঞতা নিয়ে।
তোমার কথা মনে পড়লে এখন আর কষ্ট লাগে না... শুধু একটা নরম হাসি চলে আসে মুখে। কারণ আমি জানি, আমি পারি। আমি বদলেছি—ভেঙে পড়েও নিজেকে গড়েছি। এবং আজ, আমি ঠিক আছি।" 🌸
2025-09-24 18:59:30