❥◎⃝!তোমার মায়ায় আসক্ত <♡🩷 :
আত্মসম্মানবোধ আমার কাছে প্রেম ভালবাসার চেয়ে প্রিয়। তেজ, জেদ, সাহস এবং সততা, এগুলো আমার অলংকার।
আমি সহজে কারও “কাছের” হই না, নিজেকে সহজ বানাইও না। বন্ধুদের যত্ন করি, কিন্তু বন্ধনে জড়াই না। আমার মানসিক স্বস্তি নষ্ট হয় যে গলিতে, সে গলিতে যতই আলো থাকুক, ওই আলোয় আমি হাঁটব না। কোনো প্রলোভনে আমাকে দমানো যাবে না। যা আমি করতে চাই, তা আমি অবশ্যই করব। আর যা করতে চাই না, তা আমাকে দিয়ে কেউ করাতে পারবে না।
আমি কঠিন মানুষ। যতটা কঠিন হলে ভেঙে যাওয়া নিজেকে নতুন করে গড়া যায়, আমি ততটাই কঠিন। ইমোশন অপাত্রে বিলাই না। ভালবাসার মত আমার ঘৃণাও মুল্যবান।
পুরোনো কোনো সম্পর্কে জং ধরলে, নির্দ্বিধায় ছেড়ে দিই। অতীত আঁকড়ে ধরার কোনো অভ্যাস আমার নেই।
আমি মাথা নত করি সম্মানে, প্রজ্ঞায়, যত্নে, ভালোবাসায়,……… ভিক্ষায় নয়। আমাকে দখল করা যায় না, আমাকে অধিকার করা যায় না, পিছুটানে আটকানো যায় না, চাইলে আমার সঙ্গে পথ চলা যায়।💔🥀😅😅😅
2025-10-01 10:38:26