💟😇DIPANNITAR🫶JAMAI😇💟 :
তুমি চলে যাওয়ার পর! আমি ২০৬ রাত না ঘুমিয়ে একটা ডাইরি লিখেছি, ডাইরির ১৭ পৃষ্ঠায় তোমার নাম উল্লেখ করা আছে, কতদিন আমি বসে ছিলাম তোমার অপেক্ষায় বেখেয়ালি স্টেশনে রোডে,বসে বসে গায়ের কত ধুলাবালি মুচেছি, আর ভেবেছি কি আর হবে এভাবে বেঁচে থেকে, বাসায় ফিরে এসে চিন্তা করলাম আর আয়না দেখবো না,যদি সুন্দর হয়ে যায়, রাতে ছাদে এসে হীন আকাশের দিকে তাকিয়ে অনেক তারাবাতি গুনেছি, আর ভালোবাসার তামপুরা বাজিয়েছি,এবং অস্পষ্ট কন্ঠে বলেছি সে আমারে আমার হতে দেয় না,হলুদ ল্যামপোস্ট গুলো আমার খুব পরিচিত,কারণ এই ল্যামপোস্ট এর নিচে বসে আমি চিৎকার করে বলেছিলাম কেমন আছো কোথায়,পরে বুঝলাম ঠিকতো দিব্দি আছো, আজও আমি খোলা আকাশের নিচে উড়ে যাওয়া পাখির চোখে তাকিয়ে ভাবি, রূপকথা সেই,আর সবকিছু ছিলো পবিত্র পাপ,এখন অন্ধকার ঘরে বসে বসে ভাবি,আমার একটা মানুষ হইলো না যে আগাগোড়া জানবে আমারে, ভেবে ভেবেই আজ ছারপোকাদের মতো নিজের জন্য বেঁচে আছি..!!😅💔
2025-11-05 06:05:14