প্রেম :
ওই মায়াবী,,তুমি কি জানো পাখি কেন ডাকে,তোমার ঘুম ভাঙবে বলে,তুমি কি জানো ফুল কেন ফোটে তুমি দেখবে বলে,এত সুন্দর কেমন করে হয় যেন চাঁদের আলো,বৃষ্টির ফোঁটা আর সকাল বেলার প্রথম রোদের মিশ্রণে তোমাকে সৃষ্টি করা হয়েছে,তোমার সৌন্দর্য শুধু চেহারায় না,তোমার চোখের গভীরতায়,তোমার হাসির উষ্ণতায়,তোমার মায়াবী চোখ দুটি যেন গভীর রাতের আকাশের মতো যেখানে তারা জ্বলে আর পথ দেখায় সেই চোখের চাহনিতে হারিয়ে যায় সব চিন্তা মনে হয় যেন পৃথিবীর সব রং মিলে তৈরি হয়েছে সেই দুটি চোখ,অবনীর বুকে যেন একটি গোলাপ ফুল মোহনীয় সৌরভে মন মুগ্ধতায় আকুল সমস্ত রূপের শ্রেষ্ঠ বাহার,যেন চোখে ধরা পড়ে চাঁদের আলো,আর একবার তাকালে হারিয়ে যেতে ইচ্ছে করে সব কোলাহলের বাইরে,সে চোখে আছে হাজারো কবিতার নিঃশব্দ গল্প, এক অদ্ভুত টান যা ভাষাহীন ভালোবাসাকেও শব্দ দিতে পারে,ওই চোখে যেন নীরব আহ্বান ভালোবাসার, মুগ্ধতার,তোমার ঐ মিষ্টি মিষ্টি চেহারা আমাকে পাগল করেছে,কথায় বলে লক্ষ তারার মাঝে যেমন একটি চাঁদ ঠিক তেমনই কোটি মানুষের মধ্যে তুমি একজন চাঁদ,দেখতে যেমন সুন্দর তুমিও দেখতে তার থেকে বেশি সুন্দর ও তুমি,তোমায় দেখে মনের তৃপ্তি ভরে যায়,তোমার অবনীর বুকে যেন একটি গোলাপ ফুল মোহনীয় সৌরভে মন মুগ্ধতায় আকুল সমস্ত রূপের শ্রেষ্ঠ বাহার নেই কোন ভূল সত্যিই তুমি সদ্য ফোটা একটি গোলাপ ফুল🌹
❤️❤️❤
2025-10-01 16:08:50