APURBA AYON_SARKER🇧🇩🇨🇾                                        : 
                                    শুধু ছেলে হলেই হবে না।
ছেলে হয়ে জন্ম নিলে ছোটবেলা থেকেই শুনতে হবে, "তুই তো ছেলে, কাঁদতে নেই, ভয় পেতে নেই"। কিন্তু বুক ফেটে গেলেও চুপ করে থাকতে হবে। সংসারে টাকা আনার মেশিন হতে হবে, যত কষ্টই থাকুক, মুখে হাসি রাখতে হবে। বাবা-মায়ের ভরসা হতে হবে, বোনদের অভিভাবক হতে হবে, স্ত্রীর স্বপ্ন পূরণ করতে হবে, সন্তানের হিরো হতে হবে।
চেহারা ভালো না হলে কেউ গুরুত্ব দেবে না, চাকরি না থাকলে "অযোগ্য" বলে দাগ লাগাবে, টাকা কম হলে সমাজ তুচ্ছ করবে। আবার ঘরে বসে থাকলে "অলস", বাইরে বেশিক্ষণ থাকলে "অশান্ত"। একদিকে শক্ত হতে হবে, অন্যদিকে কোমলও হতে হবে, কিন্তু নিজের ভেতরের যন্ত্রণা প্রকাশ করা যাবে না🙂
                                
                                2025-09-27 10:50:13