নষ্ট কবি :
আমার না হওয়া মহা রানি ,,, :তোমাকে হারিয়েছি, কিন্তু ইচ্ছে হারাইনি.আজও এই চোখ খোঁজে তোমাকে।অনেক ইচ্ছে করে তোমাকে এক নজর দেখার.কিন্তু তুমি তো এখন দূরের কেউ।তোমাকে একটিবার দেখতে ইচ্ছে করে, তুমি কি জানো,সেই চাওয়াটাই আজ সবচেয়ে বড় কষ্ট।চোখ খুঁজে, মন কাঁদে যেই মানুষটা ছিল একদিন আমার, আজ সে শুধু স্মৃতি।ইচ্ছে করে দেখা হোক আবার, কিন্তু বাস্তবতা বড় নিষ্ঠুর।দেখার ইচ্ছে আছে, সাহস নেই,ভালোবাসার জায়গাটা এখন কষ্টে ভরা।ভালোবাসি আজও বলি না শুধু কারণ তুমি শুনবে না জানি।তোমার অভাবটা যেন ছায়ার মতো সবসময় পাশে থাকে, কিন্তু ছুঁতে পারি না।স্মৃতি কখনও জিজ্ঞেস করে না, শুধু কষ্ট দিয়ে যায় নিরবে।তোমার কাছে আমি ছিলাম গল্পের একটা পৃষ্ঠা আর তুমি ছিলে আমার পুরো উপন্যাস। কিছু মানুষ চোখে থাকে না তবুও মনে বেঁচে থাকে চিরকাল।সব ঠিক আছে বলি সবাইকে কিন্তু নিজের মনটা কখনোই মানে না।ইচ্ছে করে পুরোনো সেই দিনগুলোতে ফিরে যাই. যেখানে তুমি ছিলে আর আমি সত্যি করে হাসতাম।তুমি দূরে আছো ঠিকিই,তবে কষ্ট শুলো প্রতিদিন কাছে এসে বসে।যে চোখে একসময় আমার জন্য ভালোবাসা ছিল, আজ সেই চোখেই আমি একজন অপরিচিত মানুষ মাত্র।আমার ভালোবাসা তোমাকে ছুঁতে পারেনি, তাই হয়তো তুমি অন্য কারো হয়ে গেলে খুব সহজেই।চাইলেও ভুলতে পারি না, কারণ তুমি ছিলে শুধু আমার প্রিয় না আমার অভ্যস।যে মানুষটা এক সময় শুধু আমার ছিল, আজ সে অন্য জনের গল্পে হাসে।আমরা বদলাইনি শুধু বদলে গেছে সময় সম্পর্ক আর দূরত্ব।তুমি তো খুব সহজে ভুলে গেলে, আর আমি এখনো সেই পুরোনো জায়গায় দাঁড়িয়ে। ভালোবাসার শেষ নেই, কিন্তু বিচ্ছেদের একেকটা মুহূর্ত যেন পুরো জীবনটাই শেষ করে দেয়।তোমার অনুপস্থিতিতেই আমি নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসতে শিখেছি।সবাই বলে সময় নাকি সব ঠিক করে দেয়.তাহলে এই বুকের ব্যথাটা এখনও কেন একই রকম।তুমি ফিরে আসবে-এই বিশ্বাসেই দিন কাটাই যদিও জানি তুমি আর ফিরবে না।তোমার ভালো থাকা প্রার্থনা করি তবুও কষ্ট হয় কারণ সেই ভালো থাকার মধ্যে আমি নেই।
কিছু ভালোবাসা শেষ হয় না শুধু মানুষটা বদলে যায় আর স্মৃতি শুলো চুপ করে সারাজীবনের জন্য থেকে যায়❤️🩹🥹
2025-09-29 08:43:51