❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
আমারেও পাবা না আর আমার দেখাও পাবা না। কতদিন যে তোমার পেছনে ছুটেছি, সেইটাও জানি না। দিন শেষের মতো আমি যখন তোমার সঙ্গে ছিলাম, তখন মনে হয়েছিল এই পৃথিবীতে আর কিছুই চাই না। কিন্তু ভাগ্য আমাকে অন্য পথে নিয়ে গেছে, যেখানে তোমার খোঁজ পাওয়াও কষ্টকর।
এই যাত্রায়, আমি তোমার স্মৃতিগুলোকে যেমন আঁকড়ে ধরেছি, তেমনই কখনো কখনো ভাবতে চেষ্টা করেছি, ঠিক কোন জায়গায় আমরা হারিয়ে গেলাম। কিছু প্রশ্ন রয়ে গেছে, কিছু উত্তর থাকলেও তাদের মাঝে ভেদরেখা তৈরি হয়েছে।
তবে তুমি যখন একেবারেই দূরে চলে গেলে, আমি বুঝেছি যে কিছু কিছু সম্পর্কের সময় শেষ হয়ে যায়, কিছু কিছু মানুষ সময়ের সঙ্গে হাওয়ার মতো চলে যায়। তাদের না থাকার মাঝেও এক অদ্ভুত শূন্যতা তৈরি হয়, যে শূন্যতা না পূর্ণ করার সিদ্ধান্তটাই আসলে সবথেকে বড় সাহসিকতা।
তোমার সঙ্গে সব শেষ হয়ে গেছে, কিন্তু সেই শেষের মধ্যে দিয়ে আমি নিজেকে নতুনভাবে খুঁজে পেয়েছি। এই পথ এখন একাকী হলেও, আমি জানি আমার মধ্যে এখনও কিছু ছিল যা কখনো হারিয়ে যায়নি। তুমিও তোমার পথ চলো, আমি আমার পথে। আমরা কখনো আর একে অপরকে পাবো না, কিন্তু মনে থাকবে সেই সব মুহূর্ত, সেই সব হাসি। তবে শেষ কথা একটাই, ‘আমারেও পাবা না, আর আমার দেখাও পাবা না।😅💔
2025-09-28 07:46:04