আমার মা অনেক আল্লাহ ওলা সেই ৭বছর বয়স থেকে নামাজ রোজা ছাড়েনি মা অনেক অসুস্থ কিন্তু কোরান পড়ে প্রতিদিন,, কথা হলো আমার মা বাবার কষ্ট কখনো দুর হতে দেখলাম না,তাদের সবসময় অভাব, ছেলে নেই,, সেই ছোট থেকে দেখে আসছি বাবা মার অভাব সুখী হতে দেখলাম না তাদের,,
সূরা ওয়াকিয়া আমল,, টানা ৭ দিন ২৫বার দুরুদ শরীফ পরে সুরা ফাতিহা ৭ বার পরে সুরা ওয়াকিয়া প্রত্যেক ফরজ নামাজের পর একবার সম্পূর্ণ টা সুরা তেলাওয়াত করবে এবং মাগরিবের নামাজের পর একি ভাবে দুরুদ শরীফ ফাতেহা পরে,, সূরা ওয়াকিয়া ২৫ বার পড়তে হবে, এভাবে টানা ৭ দিন আমল করলে,, আল্লাহ্ তায়ালা যেনো কোনো হালাল মাধ্যমে তাকে উচ্চ বহুল পরিমাণে ধন সম্পদের মালিক করে দিবেন! ইনশাআল্লাহ,, এটা অনেক পরীক্ষিত একটি আমল! যারা করেছেন তারা উপকৃত হয়েছেন! আপনিও করুন নিশ্চয় আল্লাহ্ আপনাকেও সাহায্য করবে!