⚡Lady Dola আপা⚡ :
ছেলে মেয়ে উভয়ই দোষী, কারণ তারা একে অপরকে ভালোবাসছে, শুধু মাএ ছেলেরা যে উদাসীন হয়ে যায়, ব্যাপারটা এমন না, মেয়েরাও কতটা কষ্ট বুকে চাপা রেখে, পরিবারের মুখের দিকে তাকিয়ে শখের পুরুষকে ছাড়ে, সেটা মেয়েরাই জানে, তবুও মেয়েরা চেষ্টা চালায়, তার শখের পুরুষকে পাওয়ার জন্য, যখন চেষ্টার চুড়ান্ত পর্যায়ে চলে যায়, তখন অনিচ্ছা সত্ত্বেও শখের পুরুষকে ছাড়তে হয়, কারণ কি, কারণ হচ্ছে পরিবার ছোট থেকে এই পর্যন্ত কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি, বড় করছে, তাও চায় শখের পুরুষটা আমার হোক, শেষ নিঃশ্বাস পর্যন্ত একসাথে থাকতে চাই, এখন বাকিটা আল্লাহর হাতে, যদি তিনি চান তবে, অসম্ভবকেও সম্ভব করতে পারেন, আল্লাহ ভরসা ❤️❤
2025-10-07 11:27:46