❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
মানুষ যাকে বেশি ভালোবাসে, তাকেই যেন সবচেয়ে বেশি শাসন করতে ইচ্ছে করে… সবচেয়ে বেশি সন্দেহও তাকে নিয়েই জাগে। আসলে সন্দেহটা ভালোবাসার বিপরীত নয়—ভালোবাসার গভীরতাই এর কারণ। যার প্রতি মনটা এতটা দুর্বল, তাকে হারানোর ভয়টাই সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়।
যাকে নিজের বলা হয়, তাকে অন্য কারো সাথে ভাগ করে নেওয়ার ভাবনাও যেন কেমন অস্থির করে তোলে। ভাবলে মনে হয়, “আমি তো এতটা নিঃস্বার্থভাবে ভালোবাসি, সে কি আমাকেও একইভাবে চায়?”
এই প্রশ্ন, এই ভয়, এই অধিকারবোধ—সবই কিন্তু আসলে এক ধরনের মায়া, যা শুধু প্রিয় মানুষের দিকেই জন্মায়।
ভালোবাসা মানে শুধু হাসি-আনন্দ নয়, কখনও কখনও অকারণ রাগ, অকারণ মন খারাপ, কিংবা তুচ্ছ বিষয়ে অভিমান। কারণ যে মানুষটাকে হৃদয়ের সবচেয়ে নরম জায়গায় রেখে দেওয়া হয়, তার কাছ থেকেই সবচেয়ে ছোট আঘাতটাও বড় মনে হয়।
তাই হয়তো ভালোবাসার মানুষকে বেশি শাসন করা, বেশি যত্ন নেওয়া, কিংবা মাঝে মাঝে সন্দেহ করাও—সবই আসলে তাকে নিজের কাছে হারাতে না চাওয়ার এক উন্মুখ চেষ্টা।
ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে এই ভয়, এই অধিকার, এই সন্দেহ—সবই শেষে গিয়ে মিশে যায় একটাই জায়গায়… একসাথে থাকার গভীর ইচ্ছেতে। 🌸✨
2025-11-20 12:48:20