💦💫ARMIN💦💫 :
সবাইকে ইগনোর করে, শুধু একজনকে বেছে নিয়েছিলাম...ভাবছিলাম - সে-ই আমার সবকিছু, আমার হাসির কারণ, আমার বেঁচে থাকার অর্থ..নিজেকে হারিয়ে ফেলেছিলাম তার ভালোবাসার ভেতর, ভাবতাম, আমার যতটা দরকার তাকে, তারও ততটাই দরকার আমি...কিন্তু সময়ের নির্মম পাঠটা বুঝিয়ে দিল সব ভালোবাসা সমান হয় না, আর সব সম্পর্ক চিরদিন থাকে না!..আমি নিজের সুখ ত্যাগ করে তাকে হাসাতে চেয়েছি, নিজের ঘুম হারিয়ে তার দুঃখ ভোলাতে চেয়েছি, আর সে?একদিন এমনভাবে চলে গেল, যেন আমি কোনো গল্পের অপ্রয়োজনীয় চরিত্র...যে একসময় আমার "আওয়াজে" হাসতো,..আজ সেই মানুষটাই আমার "নাম শুনলে" মুখ ঘুরিয়ে নেয়...যে বলতো "তুমি ছাড়া বাঁচব না"আজ সেই-ই সবচেয়ে স্বাচ্ছন্দ্যে আমার অনুপস্থিতিতে বেঁচে আছে!..জীবন সত্যিই অদ্ভুত যাকে সবচেয়ে বেশি ভালোবাসো,সেই মানুষটাই শেখায় "নিজেকে ভালোবাসতে শিখো"কারণ তুমি যখন কাউকে বেশি গুরুত্ব দাও, সে তখনই শেখে তোমাকে অবহেলা করতে!
আজ তাই আমি শিখেছি -সবাইকে প্রায়োরিটি দেওয়া যায় না, কারণ একবার তুচ্ছ হয়ে গেলে, তোমার গুরুত্ব ফিরে আসে না কখনও... এখন শুধু একাকীত্বের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, নীরবতার সঙ্গে কথাবার্তা হয়, আর চোখের জলে লুকিয়ে থাকে সেই মানুষটার নাম, যাকে আজও ভুলে যেতে পারিনি...!!
2025-10-30 06:14:44