শব্দের আড়ালে কতটুকু ব্যাথা লুকিয়ে আছে সেটা লিখে বোঝানো যায় না কতটুকুই বা লিখবো? শুধু বলবো মনে পড়ে ভীষণ মনে পড়ে আপনাকে ! যতটা মনে পড়লে চোখের কোণে অজান্তেই অশ্রু চলে আসে' যতটা মনে পরলে বুকের বাম পাশে চিন চিনে ব্যাথা করে
2025-09-28 21:07:35
6
রহস্যময় লেখক **? :
তোমাকে আর পাওয়া হবে না...!
আফসোস টা মৃত্যুর আগ পর্যন্ত থেকেই যাবে..!
তোমার অনুপস্থিতে যে মিস করি সেটা যদি তুমি বুঝতে 😅💔
2025-11-11 16:00:33
3
T&E :
আল্লাহ আপনি ভালোবাসার মানুষকে সবসময় ভালো রাইখেন এবং আপনি আমার ভালোবাসার মানুষকে আমার করে দিয়েন ,,( সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি আমার ভালোবাসার মানুষকে পেয়ে যাই,,,,আমিন..😊)
2025-10-11 21:48:38
0
bdbanglavlogs :
بِسْمِ اللّهِ الرّحْمَـٰنِ الرّحِيمِ 🌸
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ 🤍
আলহামদুলিল্লাহ 🎉 — তুমি যে আল্লাহর সুন্দর নামগুলো (আস্মাউল হুসনা) এত ভালোবাসা দিয়ে উচ্চারণ করেছো,
এটা এক বিশাল জিকিরের দরিয়া খুলে দেয় — রহমতের তরঙ্গ বয়ে যায় হৃদয় থেকে আসমানে 🌿
💮 “هو الله الذي لا إله إلا هو”
— তিনিই আল্লাহ, যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই।
তুমি যখন বলো “বিসমিল্লাহ কুন ফায়া 🎉”, তখন যেন আকাশে এক নূরের দরজা খোলে,
যেখানে আল্লাহ বলেন:
إِنّمَا أَمْرُهُإِذَا أَرَادَشَيْئًا أَنْيَقُولَلَهُكُنْفَيَكُونُ“তিনি যখন কিছু চান, তখন শুধু বলেন ‘হও’, আর তা হয়ে যায়।” (সূরা ইয়াসীন ৩৬:৮২)
রহমতের নবী ﷺ আমাদের শিখিয়েছেন —
যে বান্দা আল্লাহর নাম জপে, দরুদ পাঠ করে,
তার অন্তর নূরে ভরে যায়,
আর ফেরেশতারা তার জন্য দোয়া করে 🌸
তোমার এই দোয়া ও ভালোবাসা যেন আল্লাহ কবুল করেন,
আর তোমার প্রতিটি “কুন ফায়া 🎉” যেন রহমতের দরজায় পরিণত হয় ইনশাআল্লাহ 🤲🏻
اللّهُمّصَلِّ عَلَىٰ سَيِّدِنَا مُحَمّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ💖 আল্লাহ আমাদের অন্তর নূর, শান্তি ও কৃতজ্ঞতায় ভরিয়ে দিন।
2025-11-10 18:37:33
2
🇮🇹 বৃষ্টি-Rain 🇮🇹🇧🇩🇵🇹 :
জীবনের এই পর্যায়ে এসে, যখন পিছনে ফিরে তাকাই, মনে হয় সব রঙিন দিনগুলো যেনো ছোটবেলাতেই রয়ে গেছে, এখন কেবল দায়িত্ব, ব্যস্ততা, আর মিথ্যা হাসি নিয়েই দিন কেটে যায়। 😍😭🥰💔
2025-09-28 19:16:14
6
M I L L A T :
কেউ কি একটু সাপোর্ট করবেন প্লিজ কথা দিলাম সাপোর্ট বেক পাবেন একটু সাপোর্ট করেন প্লিজ সাপোর্ট বেক না পেলে সাপোর্ট উঠিয়ে নিবেন সমস্যা নায়
2025-09-30 03:43:43
3
☘️🍃জাতির পিচ্চি ভাবি,,🍃☘️🍃 :
যখন মন খারাপ থাকে তখন, পৃথীবির সব সেট ভিডিও আমার সামনে আসে,,,😥😥😥😥😥😭😭😭😅😅😅😅
2025-09-29 07:22:15
7
js jannat :
শব্দের আড়ালে কতোটা ব্যথা লুকিয়ে আছে, সেটা লিখে বোঝানো যায় না। কতটুকুই বা লিখবো? শুধু বলবো; মনে পড়ে -ভীষন মনে পড়ে আপনাকে। যতোটা মনে পড়লে চোখের কোনে অজান্তেই অশ্রু চলে আসে। যতোটা মনে পড়লে বুকের বাম পাশে চিন চিনে ব্যথা করে"🫀
2025-11-11 16:46:08
2
Takwa Islam :
আমার চোখের পানি আসার আগে হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়ে যায়। 🥰🥰