অসমাপ্ত ভালোবাসা :
১২ বছর প্রেম করে, মায়ের কসম আল্লাহ কসম কোরআন কসম আরো কত কিছু সে আমাকে সত্যিই ভালবাসে এটা বুঝাবার জন্য সব কসম দিতো সারা দিন কাজ করতো আর আমার সাথে কথা বলতো সে বিদেশ থাকতো কত রাত জেগে কথা বলেছি দুজনে না ঘুমিয়ে আমি অফিসে যেতাম সে কাজে যেত, ১২ বছর পর বিদেশ থেকে আসে এক মাস পরে আমার সাথে দেখা করে দেখা করার বিশ দিন পর বাড়িতে যেয়ে অন্য মেয়ে বিয়ে করে , বউকে নিয়ে টিকটকে ভিডিও ছাড়ছে তুমি আমার জীবনে না আসলে বুঝতে পারতাম না আমি ও একটা মানুষকে ভালোবাসতে পারি,,, হায়রে শখের পুরুষ তুমি তো জানতে আমি তোমাকে কতটা ভালবাসি জেনে শুনে আমাকে ঠকাইছো ,, আমার আল্লাহ তোমাকে ঠকাবে, নামাজে বসে আল্লাহর জন্য কান্না করতাম না তোমার জন্য কান্না করতাম ,, যে নির্ঘুম রাত তুমি উপহার দিয়েছো আমাকে , একদিন তোমার ঘুমের ঔষধ খেয়েও ঘুম আসবে না,,,😥💔😥 পুরুষের অভিনয়ের সেরা 😥
2025-10-27 06:42:55