🌷<®MR Rasel®>🌷 :
অবশ্যই আমি খারাপ..!কারণ আমি কারো ইচ্ছেমতো নিজেকে বদলাই না। আমি কারো সুবিধার জন্য অভিনয় করি না, মুখোশ পরি না। যারা বহুরূপী হতে জানে তারা সমাজে ভালো সেজে থাকে। আর আমি? আমি এক রূপে থাকি কঠোর, বাস্তব, অকপট। হ্যাঁ অনেকের চোখে আমি বিষ, অনেকের হৃদয়ে ব্যথা। কারণ আমি সত্য বলি, আর সত্য কষ্ট দেয়। আমি যেমন তেমনই থাকি, দিন বদলায়, আমি বদলাই না। কাউকে খুশি করার জন্য ভালো সাজি না। কারণ ভালোবাসা যদি মিথ্যে হয়, তাহলে সেটা ঘৃণার চেয়ে ভয়ংকর। হয়তো আমি ভুল করি, কিন্তু প্রতারণা করি না। হয়তো আমার আচরণ কারো সহ্য হয় না। কিন্তু আমি কাউকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে ভাঙ্গি না। আমি সেই মানুষ, যে একবার ভালোবাসলে প্রাণ দিয়ে বাসে। আর একবার বিশ্বাস ভাঙলে তার জীবনের পথ থেকেই সরে যায়। যে আমায় বুঝবে, সে পাবে আমায় পুরোটা। আর যারা বুঝবে না, তাদের চোখে আমি সারা জীবন খারাপই থাকবো। তবুও আমি বদলাবো না, কারন আমি বহুরূপের একজন নই, আমি একটাই রূপের আমি।
2025-10-05 18:12:56