@chowaiqbal7: মৃত্যু আমাদের কতটা কাছে আমরা কেউ জানিনা, কেউনা। এই ছোট্ট একটা জীবনে আমরা কত ভুল করে থাকি, কষ্ট দিয়ে থাকি, অভিমানে দূরে সরে যাই, শেষ কথাটুকুও বলার সুযোগ পাইনা না, ক্ষমা চাওয়ার সময়টুকু পাইনা। 💔 আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদেরকে হেদায়েত দান করুন, হেফাজতে রাখুন এইটুকু চাওয়া 🤲