Ꮇᴇʜᴇᴅɪ Ꮋᴀsᴀɴ :
:যখন কোনো সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে, তখন আমাদের মনের ভেতর থেকে এক ধরনের চাওয়ার জন্ম নেয়। আমরা চাই প্রিয় মানুষটা আমাদের জন্য সময় দিক, গুরুত্ব দিক, আগের মতোই প্রতিটি মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নিক। এই প্রত্যাশাগুলো মুখে বলি না, কিন্তু ভেতরে ভেতরে সেই চাইটা তৈরি হয় নিঃশব্দে। আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখনই জন্ম নেয় অভিমান। ছোট ছোট উপেক্ষা, সময় না দেওয়া, বদলে যাওয়া আচরণ-সব মিলে মনটা ভারী হয়ে যায়, আর সেই ভারী মন নিয়ে কাটতে কাটতে কষ্টের পাহাড় হয়। একসময় সে পাহাড় দেখে পেরে ওঠা যায় না-প্রিয় মানুষটার দিকেই এই অভিযোগ-অভিমান বাড়তে থাকে।
এমন সময় মনে হয়, মানুষটাকে বুঝি হারিয়ে ফেলবো। সেই ভয়টা এতটাই জোর হয় ওঠে যে, তখন আমরা অজান্তেই কিছু অপ্রয়োজনীয় আচরণ করতে থাকি। ছোটখাটো রাগ, চুপচাপ ব্যথার অভিমান, সবসময় খোঁচা দেওয়া, কারও সাথে বেশি মিশলে হিংসে হওয়া—সবকিছুর শিকড় সেই ভয় থেকে, হারিয়ে ফেলার আতঙ্ক থেকে। কিন্তু দুর্ভাগ্য এই যে, প্রিয় মানুষটিই সবসময় আমাদের সেই ভয়টা বোঝে না।
বরং সে ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করে। প্রতিদিনের অভিযোগ, বারবার অভিমান, একটানা মানসিক চাপাপোড়েন তাকে ক্লান্ত করে তোলে। তখন সে একসময় হাঁপিয়ে উঠে সম্পর্কটা থেকে এক একসময় সরে যেতে চায়। যে মানুষটাকে ভেবেছিলাম ওকে ভালোবেসে আলোর মতো পাশে পাবো, সেই মানুষটাই একসময় অন্ধকারের মতো হারিয়ে যায়।
আরেকটু ভালোবাসা, একটু ধৈর্য, একটু বোঝাপড়া যদি তখন দিত, তবে হয়তো সব কিছু ঠিক থাকতো। কিন্তু সেইটুকু না পেয়ে, কষ্টের বোঝা নিয়ে সম্পর্কটা ভেঙে যায়। সবকিছু থাকা সত্ত্বেও ভাঙন এক হয়ে যায়।
এই সত্যিটা খুব নির্মম—যত গভীরভাবে ভালোবাসো, তার কষ্টটাও হয় গভীর। আর যে গা ছাড়া ভাবে ভালোবাসে, সে কখনো এতটা কষ্ট পায় না, কথাতেই হারানোর ভয়টুকু বোঝে না। সম্পর্ক তখনই টিকে থাকে, যখন দুজন মানুষ একসাথে গভীর হয়। না হলে একপক্ষ ভালোবেসে ক্লান্ত হয়, আর অপরপক্ষ স্রোতের মতো ভেসে চলে যায়—নিঃশব্দে, নিঃসঙ্গভাবে, কোনো রকম উপলক্ষ ছাড়াই।
এভাবেই একদিন সম্পর্কের শেষ হয়। ভালোবাসা থাকলেও, বোঝাপড়ার অভাব ও ভয় থাকলেও, ভাঙনটাকে আর আটকানো যায় না।
আর সবচেয়ে আপসোস হয় মানুষটাকেই হারিয়ে ফেলার জন্য, যে মানুষকে একসময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম।! 💔🥺
2025-10-03 11:38:26