@asfiannur7: #CapCut শেষ দেখাটা হয়তো খুব জরুরী!!🤎

asfiannur7
asfiannur7
Open In TikTok:
Region: BD
Wednesday 01 October 2025 08:23:16 GMT
576260
28315
434
3870

Music

Download

Comments

mosharof745
MOSHAROF KHAN :
চাইনি হারাতে, তবু ভাগ্যের কাছে হেরে গেলাম… শুধু চাই, তুমি সুখে থেকে।” “তুমি আমার হওনি , এ জন্য—আমি তোমার হতে পারলাম না।” “আমার কাছে না থেকেও যদি ভালো থাকো , তাহলে দূর থেকে ও আমি শান্তি পাবো ।” “আমার না হয়েও যদি তোমার জীবন রঙিন হয়, তাহলে আমি সাদা-কালো নিয়েই বেঁচে থাকবো ।” “তুমি আমার হতে চাওনি, কিন্তু আমিও তো চাইনি তোমার ছাড়া বাঁচতে… আজ দু’জনেই আলাদা— তুমি সুখে, আমি কষ্টে।” “তুমি চলে গিয়েছো হাসি মুখে, আর আমি থেকে গেছি ভাঙা হৃদয় নিয়ে… তোমার জন্য হাসি এখনো আছে, কিন্তু আমার জন্য শুধুই কান্না।” __ “আমার স্বপ্ন ছিল, তোমাকে আঁকড়ে ধরা, একটা ভবিষ্যৎ ছিল… কিন্তু ভাগ্য এমন লিখলো— তুমি অন্য কারো, আমি একা অন্ধকারে।” “তুমি আমাকে ভুলে নতুন করে শুরু করেছো, আর আমি আজও ভাঙা স্মৃতিগুলো জড়িয়ে বেঁচে আছি।” “তুমি সুখে থেকো, দোয়া করি— কিন্তু আমায় ভুলে থেকো, কারণ আমার নাম মনে পড়লেই শুধু কষ্ট পাবে।” “আমি চাইনি কিছু, শুধু তোমাকে চেয়েছিলাম… আর আজ আমি সবকিছু হারিয়ে ফেলেও শুধু তোমাকেই হারানোর কষ্ট টা বয়ে বেড়াচ্ছি।” “আমার স্বপ্ন ভেঙে গেলেও প্রার্থনা করি, তোমার সব স্বপ্ন যেনো পূর্ণ হয়।” “আমি হারালাম শুধু তোমাকে, কিন্তু তুমি যেনো কখনো সুখ না হারাও।” “আমার না হওয়াটা হয়তো ভাগ্যের খেলা ছিলো, তবু মনে চাই—তুমি যেনো সব খেলায় জিতে যাও।” “আমি ভাঙা আয়নায় নিজের মুখ দেখি, শুধু চাই তুমি যেনো কখনো ভাঙা স্বপ্ন না দেখো।” “আমার পৃথিবী অন্ধকার হলেও, তোমার আকাশটা যেনো আলোয় ভরে থাকে।” “তুমি আমার হতে পারোনি, তবুও আমার প্রতিটা দোয়া তোমার জন্যই।” “তুমি সুখী থাকলেই আমি শান্তি পাই, যদিও সেই সুখের মাঝে আমি নেই।” “আমার ভালোবাসা প্রমাণ হলো না, তবুও মনে প্রাণে চাই তুমি যেনো ভালোবাসা পাও চিরকাল।” “হাজার মানুষে ভিড়ে থাকো তুমি, তবুও যেনো কখনো একা না মনে হয় তোমার।” “আমার কপালে তুমি ছিলে না, তবুও মন থেকে চাই তুমি সারাজীবন সুখী থাকো।” “আমার ভাগ্যে তুমি না থাকলেও, প্রার্থনা করি তোমার ভাগ্যে যেনো শুধু হাসি আর ভালোবাসা লেখা থাকে।”💔
2025-10-12 04:36:50
17
mhbashar74
ভেনাস ফ্যাশন ❤️‍🩹 :
৩৮১ দিন পরে তার সাথে হঠাৎ দেখা।গত বছর ২৪ সেপ্টেম্বর শেষ দেখা হয়েছিল। অচেনার মত করে এসেছিল আমার শপে।তার প্রিয় জন্য শার্ট নিতে। আমার শপে শার্ট থাকা সত্ত্বেও আমি বললাম নেই। সে তার মত করে চলে গেলো।আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম এই ভেবে পিছন ফিরে দেখবে। কিন্তু দেখল না। এমন ভাবে চলে গেলো যেনো মনে হলো কোনদিন আমাদের মাঝে কোন কিছুই ছিল না।অথচ মনে হয় এইতো সেদিনও আমরা কত পরিচিত ছিলাম।৩ বছরের সম্পর্ক ছিল আমাদের। তবুও ভাল থাকুক তার ভালবাসার মানুষ নিয়ে। 😥
2025-10-14 08:35:40
11
user249659032533
@Ahmed Riaz :
@Sadiya Rumpa 11 Day's Sesh Ber er moto Dekhe nilam 😓
2025-11-19 16:45:22
0
parvej.ahmed.8569
Parvej Ahmed 8569 :
অর্থহীন হয়ে পড়লে প্রিয় কাছের মানুষ গুলোও সার্থপড় এর মত রাস্তা বদল করে নেয়
2025-11-19 08:29:45
0
mi5ii6
M 🙂 I🫥 :
কিছু গল্পের শেষ হয় না" মাঝ পথেই সমাপ্তি ঘটে!😅❤️‍🩹
2025-10-12 19:02:41
26
mastervai13
Master vai :
অসাধারণ ❤️👌
2025-11-14 19:11:35
2
mehedihasanalamin81
Mehdi Hasan Alamin :
কোন এক নারীর কারণে হাজারো ছেলের জীবন এভাবে নষ্ট হয়ে যাচ্ছে ওহে নারী তুমি যদি ভালবাসতে নাই পারো কেন মিথ্যা আশ্বাস দিয়ে রেখে ছিলে তারে।
2025-10-10 15:47:57
3
bayezid.hossain.7
Bayezid Hossain @7730 :
মনের কথাটা বললেন।সত্যি একটু দেখা হোক
2025-10-16 02:42:29
4
ahmed.rakib866
Ahmed Rakib :
আমিও চাই আমাদের আবার দেখা হোক
2025-10-14 03:19:15
6
atik27583
atik hasan :
hmmmm😥😥
2025-11-16 10:44:26
0
mdabdullahas.sakib
Md Abdullah As Sakib :
:ফুল দিয়ে মালা হয় পাতা দিয়ে নয় মন দিয়ে প্রেম হয় রুপ দিয়ে নয় 😅
2025-10-13 16:39:25
3
s.m.s.a.siyam
SA. Siyam :
ভেবে দেখছো! একদিন আমি আর থাকবো না... তোমার অপেক্ষায় থাকতে থাকতে একদিন সত্যিই নিঃশ্বাস থেমে যাবে। হয়তো কোনো এক সন্ধ্যায়, তোমার নাম ধরে চোখ ভিজতে ভিজতে আমি চিরতরে হারিয়ে যাবো। তখন চারপাশে কান্নার শব্দ, হাহাকার, মানুষের ভিড়- সবাই বলবে, 'সে আর নেই।' খবরটা বাতাসের মতো তোমার কাছেও পৌঁছে নাও যেতে পারে তবে তুমি জানবে কোনো না কোনো মাধ্যমে। সেই মুহূর্তে তুমি কি থেমে যাবে? বুকের ভেতরটা কেমন জানি খালি খালি লাগবে না? তখন হয়তো তুমি একবার শেষ বারের মতো দেখতে আসতে পারবে না। অনেকটাই দেরি হয়ে যাবে।😊 সাদা কাপড়ে ঢাকা আমার নিথর দেহ, চারপাশে কান্নার ঝড়, কোলাহল, আর আমি- নিশ্চুপ, চিরতরে নীরব। যে ঠোঁট একদিন শুধু তোমার নাম উচ্চারণ করতো, আজ তা বন্ধ। যে চোখ একদিন তোমাকে খুঁজে ফিরতো, আজ তা চিরতরে নিভে গেছে। অথচ এই হৃদয়ই ছিলো তোমার জন্য বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ। তুমি যখন আমার কথা ভাববে , হয়তো তোমার বুকের ভেতরটা হাহাকার করে উঠবে। ভাববে সেই মানুষটাই তোমাকে তার সবটুকু ভালোবাসা দিয়ে বেঁধে রেখেছিলো। হয়তো তোমার অশ্রু ঝরবে, কিন্তু আমি তো আর কিছুই দেখতে পারবো না। আমি তখন শুধু নিথর শুয়ে থাকবো, চারপাশের কান্না শুনতে পাবো না, শুধু ঠান্ডা হাওয়ায় মিলিয়ে যাবো। তখন হয়তো তোমার মনে প্রশ্ন জাগবে- আমি কেন এভাবে চলে গেলাম? তখন তুমি বুঝবে- ভালোবাসা হারিয়ে গেলে কেমন লাগে, অবহেলিত মানুষ একদিন কেমন করে অচেনা হয়ে যায়। তখন হয়তো তুমি আক্ষেপ করবে- যদি দেখতে পারতাম। কিন্তু তখন আর কিছু করার থাকবে না। আমার লাশ তখন দাফন করা শেষ হয়ে যাবে, শুধু রয়ে যাবে আমার অগাধ ভালোবাসার স্মৃতি, আর তোমার বুকের ভেতরে জমে থাকা অনুশোচনা। ভাবো তো, তুমি যদি তখন আমার পাশে দাঁড়িয়ে কান্নাভেজা চোখে বলো- 'আমি তোমাকে সত্যিই ভালোবাসি।' আমি কি শুনতে পাবো? না, তখন আমি নীরবতায় হারিয়ে যাবো। তোমার প্রতিটি কথা বাতাসে মিলিয়ে যাবে, তোমার প্রতিটি অশ্রু মাটিতে ঝরে পড়বে, আর আমি থাকবো শুধু এক টুকরো স্মৃতি হয়ে...!😐
2025-10-15 07:07:54
4
user3436241843808
Rekha akter :
hmm😢😢😢😢😢😢😢
2025-10-19 13:15:26
1
robiul.islam.himel
Robiul Islam Himel :
আমরা জীবন গুছিয়ে দেবার মানুষ খুঁজি। অথচ সেই মানুষ জীবনে এসে জীবন এলোমেলো করে দেয়/ দিয়ে যায়। এতটাই এলোমেলো করে যায়, শত বছরের জীবনও কম পড়ে যায় স্থির হতে। গুছিয়ে নেয়া তো স্বপ্নই রয়ে যায়!
2025-10-07 09:28:18
5
mimi.sarkar4
মেঘ :
আমাদের দুজনের বিচ্ছেদ হওয়ার পরেও কতবার না দেখা হইছে কিছুক্ষণের জন্য হলেও তো দেখা হয়েছে কিন্তু ভাবি নি তোমার পাশে আরেকজনকে উপর আল্লাহ আমাদের দুজনের পথ আলাদা করে দিয়েছে এইটাই হয়তো আমাদের ভাগ্যে ছিল তুমি ভালো থেকো তোমার প্রিয় মানুষকে নিয়ে কিন্তু তোমার আমার যেন আর দেখা না হয় দেখা হলেই আগে পুরনো কথা মনে পড়বে বারবার আর যেন দেখা না হয় আমাদের দুজনের তোমার পাশে আমি অন্য কাউকে সহ্য করতে পারবো না তবুও তুমি আমার সামনেই চলে আসো বারবার আমি আর চাই না তোমার আমার দেখাবো 😅😅😅
2025-10-18 05:03:00
7
mrobiulhasan0209
🍁_HaSaN_🍁 :
তুমি কারে ভুইলা যাইতে চাও, আমারে আরে আমি তো সেই মানুষ, যে তোমারে স্বার্থ ছাড়াই ভালোবাসে ছিলাম! তুমি চাইলেও আমারে বুলতে পারবা না! কারণ তোমারে যেই ভালোবাসাটা দিছিলাম মিথ্যা ছিল না, একদম নিজ স্বার্থ ছাড়াই তোমারে ভালোবেসেছিলাম কিন্তু তুমি বুঝ নাই! আমার রাগ অভিমান এইগুলা তুমি ভালোবাসার চোখে দেখো নাই! কোন সময় এগুলো তুমি অন্য চোখে দেখছো, একটা মানুষ তখনই অন্য একটা মানুষকে রাগ-অভিমান ও অধিকার দেখায় যারে নিজের থেকেও বেশি ভালোবাসে কিন্তু তুমি বুঝ নাই.!
2025-11-09 16:00:24
1
safai.r.basti
🌷𝐒𝐢𝐧𝐭𝐡𝐢𝐲 𝐢𝐬𝐥𝐚𝐦🌷 :
সাপোর্ট প্লিজ
2025-10-01 11:33:20
5
saiem438
saiem :
প্রিয় প্রাক্তন, আমরা দু'জন দুজনের মতো আলাদা, তারপরেও তোমাকে প্রিয় মানুষ বলেই সম্বোধন করলাম। তুমি জানো হৃদয়ের ভেতর অনেক কথাই চাপা পড়ে থাকে, যেগুলো কখনো বলা হয় না, আবার বলা গেলেও শোনা হয় না। আমি এখন সেই কথাগুলোর ভারে নত হয়ে আছি। তুমি কাছে নেই, তবুও তোমার স্মৃতি আমার শিরায়-শিরায় ঘুরে বেড়াচ্ছে। অদ্ভুত না? একজন মানুষ অনুপস্থিত থেকেও কতটা উপস্থিত থাকতে পারে! আমি জানি, তুমি এখন ভিন্ন পথে, অন্য কোনো গল্পের অংশ। অথচ আমি এখনো সেই পুরোনো অধ্যায়ে আটকে আছি। মনে হয়, আমার বুকের ভেতরে সময় থেমে গেছে, কেবল তোমার জন্যই। তোমার সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে, তার নাম যদি 'ভুলে যাওয়া' হয়, তবে আমি স্বীকার করছি-আমি ব্যর্থ। ভুলতে পারিনি তোমাকে। প্রতিদিন রাত নামলে তোমার হাসির প্রতিধ্বনি শোনা যায়, প্রতিটি ভোরে তোমার অভাবটা নতুন করে আঁচড় কাটে। আমি বুঝি, তুমি হয়তো ভালো আছো। তবুও আমার ভেতরে এক অদ্ভুত প্রার্থনা জেগে ওঠে-কোনো এক ব্যস্ত দুপুরে বা এলোমেলো সন্ধ্যায় যদি হঠাৎ দেখা হয়ে যায়! তুমি হেঁটে যাচ্ছো নিজের মতো, আর আমি থেমে তোমাকে শেষবারের মতো দেখছি। চোখ ভিজে উঠবে, হয়তো তুমি বুঝবেও না। কিন্তু ওই এক মুহূর্তের জন্য আমি আজীবন অপেক্ষা করে যাবো। প্রিয় প্রাক্তন, তুমি যদি জানতে-তোমার না-থাকা সত্ত্বেও তুমি কতটা আছো আমার জীবনে!
2025-10-15 17:39:36
4
kakonroy100s
🥰🥰 :
চাইনি হারাতে, তবু ভাগ্যের কাছে হেরে গেলাম… শুধু চাই, তুমি সুখে থেকে।” “তুমি আমার হওনি , এ জন্য—আমি তোমার হতে পারলাম না।” “আমার কাছে না থেকেও যদি ভালো থাকো , তাহলে দূর থেকে ও আমি শান্তি পাবো ।” “আমার না হয়েও যদি তোমার জীবন রঙিন হয়, তাহলে আমি সাদা-কালো নিয়েই বেঁচে থাকবো ।” “তুমি আমার হতে চাওনি, কিন্তু আমিও তো চাইনি তোমার ছাড়া বাঁচতে… আজ দু’জনেই আলাদা— তুমি সুখে, আমি কষ্টে।” “তুমি চলে গিয়েছো হাসি মুখে, আর আমি থেকে গেছি ভাঙা হৃদয় নিয়ে… তোমার জন্য হাসি এখনো আছে, কিন্তু আমার জন্য শুধুই কান্না।” __ “আমার স্বপ্ন ছিল, তোমাকে আঁকড়ে ধরা, একটা ভবিষ্যৎ ছিল… কিন্তু ভাগ্য এমন লিখলো— তুমি অন্য কারো, আমি একা অন্ধকারে।” “তুমি আমাকে ভুলে নতুন করে শুরু করেছো, আর আমি আজও ভাঙা স্মৃতিগুলো জড়িয়ে বেঁচে আছি।” “তুমি সুখে থেকো, দোয়া করি— কিন্তু আমায় ভুলে থেকো, কারণ আমার নাম মনে পড়লেই শুধু কষ্ট পাবে।” “আমি চাইনি কিছু, শুধু তোমাকে চেয়েছিলাম… আর আজ আমি সবকিছু হারিয়ে ফেলেও শুধু তোমাকেই হারানোর কষ্ট টা বয়ে বেড়াচ্ছি।” “আমার স্বপ্ন ভেঙে গেলেও প্রার্থনা করি, তোমার সব স্বপ্ন যেনো পূর্ণ হয়।” “আমি হারালাম শুধু তোমাকে, কিন্তু তুমি যেনো কখনো সুখ না হারাও।” “আমার না হওয়াটা হয়তো ভাগ্যের খেলা ছিলো, তবু মনে চাই—তুমি যেনো সব খেলায় জিতে যাও।” “আমি ভাঙা আয়নায় নিজের মুখ দেখি, শুধু চাই তুমি যেনো কখনো ভাঙা স্বপ্ন না দেখো।” “আমার পৃথিবী অন্ধকার হলেও, তোমার আকাশটা যেনো আলোয় ভরে থাকে।” “তুমি আমার হতে পারোনি, তবুও আমার প্রতিটা দোয়া তোমার জন্যই।” “তুমি সুখী থাকলেই আমি শান্তি পাই, যদিও সেই সুখের মাঝে আমি নেই।” “আমার ভালোবাসা প্রমাণ হলো না, তবুও মনে প্রাণে চাই তুমি যেনো ভালোবাসা পাও চিরকাল।” “হাজার মানুষে ভিড়ে থাকো তুমি, তবুও যেনো কখনো একা না মনে হয় তোমার।” “আমার কপালে তুমি ছিলে না, তবুও মন থেকে চাই তুমি সারাজীবন সুখী থাকো।” “আমার ভাগ্যে তুমি না থাকলেও, প্রার্থনা করি তোমার ভাগ্যে যেনো শুধু হাসি আর ভালোবাসা লেখা থাকে।”💔
2025-10-16 12:34:30
5
shariful.islam5883
Shariful Islam :
শেষ বারের মতো একদিন দেখা দিও`` প্রাণ ভরে দেখে নিবো তোমায়..!
2025-11-11 13:58:14
0
qwertyu12345568
অচেনা মানুষ 🙂 :
এত কেনো মনে পরে তোমাকে, তুমি না মনের ভিতরে কুট কুট পিঁপড়ার মতোকরে কামড় দাও, খালি দেখতে মন চায়, একটা গান আছে না, তুমি আমার এমনই একজন যাকে এক জনমে ভালোবেসে ভরবে না এ'মন, ঠিক তেমন।🥰💞
2025-10-28 18:38:44
0
md.jihan.t7
Md Jihan + T💔 :
সেই চেনা গলির মুখে কোন এক সময় আমাদের দেখা হোক। মন ভরে তোমায় দেখে নিতাম। এই জন্মে দেখার মাঝে কষ্টের হাহাকার প্রিয় মানুষের পরিবর্তন মধুময় দুঃখে একটুখানি সুখ আমি খুজে পেতাম মায়াবতী।
2025-10-02 12:49:00
8
bodrul1695
بدر :
আমি ছিলাম মোমবাতি, সে ছিলো রাত,,! আমি তার জন্য জ্বলেছিলাম..!আর সে সূর্যের জন্য অপেক্ষা করছিলো.!😅
2025-10-02 01:11:18
11
kobir56790
꧁°༒༺☠𝖄𝖆𝖘𝖍 ☠༻༒꧂° Nishad,,! :
আমি জানি, আপনাকে আর পাওয়া হবে না... কিন্তু তাতে কি? ভালোবাসা তো পাওয়ার জন্য নয়, অনুভব করার জন্য! আর আমি আপনাকে প্রতিটা মুহূর্তে অনুভব করি! আমি আজ আপনার থেকে অনেক দূরে, হয়তো আপনি আমার অস্তিত্বের খবরও রাখেন না; তবুও আমার হৃদয়ে আপনি ঠিক আগের মতোই আছেন! সময় কেটে যাবে, বয়স বাড়বে, জীবন বদলে যাবে; কিন্তু আমার অনুভূতি সেটার একটুও পরিবর্তন হবে না! একদিন আমি বৃদ্ধ হবো, শরীরে ক্লান্তি আসবে, হাঁটতে কষ্ট হবে, হয়তো হাত কাঁপবে! কিন্তু জানেন.? আমার মনের মধ্যে আপনার স্মৃতিগুলো তখনও ঠিক আগের মতোই তরুণ থাকবে! আপনার সেই হাসি, আপনার কন্ঠস্বর, আপনার চোখের গভীর মায়া-কিছুই হারাবে না বরং আরও গভীর হয়ে থাকবে! হয়তো বৃদ্ধ বয়সে কোন এক সন্ধ্যায় জানালার পাশে বসে থাকবো, বাতাসে হালকা শীতল পরশ থাকবে, আর আমি হারিয়ে যাবো সেই ফেলে আসা দিনগুলোর স্মৃতিতে! মনে পড়বে আমাদের হারিয়ে যাওয়া কথাগুলো, না বলা অনুভূতিগুলো! মনে পড়বে আপনাকে পাওয়ার কি তীব্র ইচ্ছে ছিলো আমার!সময় হয়তো আপনাকে আমার জীবন থেকে দূরে নিয়ে গেছে কিন্তু হৃদয় থেকে এক মুহূর্তের জন্য সরাতে পারে নি! আপনি আছেন, থাকবেন, যতদিন আমার নিঃশ্বাস থাকবে ততদিন! — জীবনের শেষ দিনেও যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, "কাউকে সত্যিকারের ভালবেসেছ?" আমি তখনও নিঃসংকোচে বলবো- হ্যাঁ! তাকে.. যাকে আমি কোনদিন পাই নি, কিন্তু ভালোবেসেছি সারাজীবন..! 🥀😅❤️‍🩹
2025-10-15 15:14:46
4
To see more videos from user @asfiannur7, please go to the Tikwm homepage.

Other Videos


About