Mst. Jannat Islam :
শেষ বারের মতো একদিন দেখা দিও,প্রাণ ভরে দেখে নেবো তোমায়...!
অনেক না বলা কথা জমে আছে, যেগুলো কখনো বলা হয়'নি একদিন শুধু এসো,কোন অভিযোগ ছাড়াই,কোন উওর খোঁজার তাগিদ ছাড়াই,এক মূহুর্তের জন্য এসো,যাতে শেষ বারের মতো মন ভরে দেখতে পারি তোমায়,
কত কথা জমে আছে,কত সৃতি,কত হাসি-কান্না, সবকিছু মিলে একটা 'তুমি' তৈরি হয়েছিল, যে তুমি'টা কে এখন শুধুই মনে পড়ে,
একবার এসো... শুধু একবার, বলবো না থেকে পাশে চিরকাল, বলবো না আমায় ভালোবাসতে,বলবো না থেকে যেতে,
শুধু দেখবো শেষ বারের মতো, যেন মনে থাকে তুমি ঠিক কত'টা আপন ছিলে আমার..,,😅🥹💔
2025-10-03 06:34:25