Abir Mahmud ❤️💗😍 :
আমাদের একসাথে থাকার কথা ছিল মৃত্যু পর্যন্ত অথচ তুমি হয়ে গেলে ক্লান্ত, আমি হলাম ব্যর্থ, আমাদের দুইজনের মাঝে দুরত্ব বাড়লো তুমি ভুলে গেলে আমায়, আমি মনে রাখলাম তোমায়। আমি তোমাকে দোষ দেই না, কারণ আমি জানি, দোষ ছিল সময়ের, পরিস্থিতির আর হয়তো নিজেরই। সব কিছু ঠিক থাকার পরেও কেন যেন সব এলোমেলো হয়ে গেল। দোষ দেই নিজের ভাগ্যকে, যে ভাগ্য কখনো আমার মনের কথা বুঝলনা। আমি চেয়েছিলাম শান্তি ভালোবাসা আর একটুখানি সুখ কিন্তু ভাগ্য আমাকে দিল কষ্ট, অভিমান আর একাকীত্ব। আমি চেয়েছিলাম তোমাকে জীবনের অংশ বানাতে কিন্তু ভাগ্য চাইলো আমাকে একা ফেলে দিতে। তোমার প্রতি কোন অভিযোগ নেই, কারণ আমি জানি ভালোবাসা জোর করে হয় না কিন্তু কষ্ট হয় এই ভেবে যদি ভাগ্য সহায় হত তাহলে হয়তো আমার গল্পটা অন্যরকম হতো। আজও প্রতিদিন নিজেকে প্রশ্ন করি, কোথায় ভুল করলাম? কিন্তু উত্তর পাই না। হয়তো ভুলটা ছিলো আমার স্বপ্ন দেখার। হয়তো ভুলটা ছিল ভাগ্যের অপর ভরসা করার। একদিন তুমি বুঝবে, একদিন তুমি ঠিকই বুঝবে— সবাই ভালোবাসে, কিন্তু আমার মতো নয়। তারপর তোমার বুকে এক অজানা কষ্ট আসবে, কারণ তখন তুমি টের পাবে এই স্বার্থপর দুনিয়ায় কেউ একজন ছিল, যে নিঃস্বার্থভাবে শুধু তোমারই ছিল। তুমি ভাববে, কেউ একজন গভীর রাতে আল্লাহর দরবারে নিঃশব্দে তোমার জন্য কাঁদত। কারো কাছে তুমি শুধু একজন মানুষ নও, ছিলে পুরো একটা জগত। কিন্তু আমি শিখে যাবো তোমাকে ছাড়া বাঁচতে। তোমার বদলে আমি নিজেকেই বদলে ফেলব, আর প্রতিটি হৃদয় যেখানে তোমার নাম ধ্বনিত হতো, তা হয়ে যাবে নীরব, ঠাণ্ডা এক শহর।
তারপর তুমি পেছনে তাকাতে চাইবে, কিন্তু আমি তখন আর সেই পুরনো জায়গায় থাকব না। কারণ একবার কেউ মুখ ফিরিয়ে নিলে, তারা আর ফিরে তাকায় না। তখন তুমি সব সুখের মাঝখানে শুনতে পাবে, বুঝতে পারবে-আমার মতো ভালোবাসা আর কোথাও নেই। তখন তুমি ভাববে,যে ভালোবাসাকে একসময় অবহেলা করেছিলে, সেটাই ছিল তোমার জীবনের সবচেয়ে বড়
ভুল.. !🥹❤️🩹😅
2025-10-04 08:16:04