❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
"যে আমাকে ভালোবাসেনি, তাকে আমি বহুবার বলেছি—ভালোবাসি..."
একটা সময় ছিল, যখন আমি শুধু অপেক্ষা করেছি… তার একটুকু মনোযোগের, একফোঁটা ভালোবাসার। সে হয়তো কখনো বুঝতেই পারেনি, আমি ঠিক কতখানি সিরিয়াস ছিলাম। প্রতিবার যখন সে দূরে সরে গেছে, আমি চুপচাপ থেকে গেছি... আরেকবার সুযোগের আশায়। কেউ যদি জিজ্ঞেস করত, “তুমি এখনো অপেক্ষা করো কেন?” আমি শুধু হাসতাম... কীভাবে বলতাম, কিছু ভালোবাসা থেমে থাকলেও শেষ হয় না।
তার চোখে আমি কখনোই ‘বিশেষ’ ছিলাম না। হয়তো ছিলাম শুধুই একজন 'ভালো মানুষ' – যাকে চাইলেও চেনা যায়, কিন্তু ভালোবাসা যায় না। অথচ আমি প্রতিটা মুহূর্তে তার সুখের কথা ভেবেছি, এমনকি সে অন্য কারো সঙ্গে হাসলেও, নিজেকে বুঝিয়েছি – "ও খুশি থাকুক, তাতেই আমার শান্তি।"
আজ আমি বুঝি, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। ভালোবাসা হচ্ছে মুক্ত আকাশের মতো—যেখানে পাখি উড়ে বেড়ায়, বাধা দিলে ডানা ভেঙে যায়।
তবু আমি অনুতপ্ত নই… কারণ আমি মিথ্যে ভালোবাসিনি। আমি হিসেব করিনি—কতটা দিলাম, কতটা পেলাম। আমি ভালোবেসেছিলাম নিঃস্বার্থভাবে, নিজের মতো করে। হয়তো তাতেই ছিল আমার পরাজয়, কিন্তু তাতেই ছিল আমার সত্যতা।
আজ সে নেই, তবু আমার ভালোবাসাটা থেকে গেছে—নিরবে, নিভৃতে, নিজের মতো করে বেঁচে আছে।😅💔
2025-10-16 19:02:06