🔥 AʅFαԋαԃ_Cԋσɯԃԋυɾყ_ 🔥 :
তোমাকে প্রথম দেখেও মনে হয়নি তুমিই হবে আমার নির্ঘুম রাতের কারন! কিন্তু যখন তোমাকে ভালোবাতে শুরু করছি তখন মনে হয়েছিল তুমিও আমাকে ভালোবাসবে, তবে আমি ভুল ছিলাম।
আমি যখনই বুঝতে শুরু করলাম, তোমাকে ছাড়া আমার চলবে না! তখনই তুমি সরে যেতে লাগলে!
তোমাকে পাওয়ার রাস্তা যখন আমি নিজেই খুঁজে বের করলাম, তুমি তখনই আড়াল হয়ে গেলে! অথচ তুমি জানলেও না তুমি যা তুচ্ছ ভেবে এড়িয়ে যাচ্ছো, তা আমাকে নীরবে শেষ করে দিচ্ছে!
আমি জানি আমাদের পথ আলাদা, তবে ইচ্ছা হয় একটা মুহূর্তের জন্য তোমাকে আমার কষ্টটা ছুঁইয়ে দিই। না, কষ্ট দেওয়ার জন্য নয়, শুধু যাতে তুমি বুঝতে পারো, তোমার অবহেলা, তোমার না-ফেরা, না-বলা কথাগুলো আমাকে কতটা গভীরে ভেঙে দিয়েছে। আমি চাইনা তুমি ব্যথা পাও, আমি চেয়েছিলাম তুমি বুঝো।
ভালোবাসা একতরফা হলে তা অভিশাপ হয় না, হয় অভিমান আর বোবা কান্নার ঘর। আমি শুধু চাই একবার, এক মুহূর্তের জন্য, যদি তুমি আমার চোখ দিয়ে আমার যন্ত্রণাটা দেখতে পারতে, তাহলেই বুঝতে, তুমি তোমার অবহেলা, অপেক্ষা দিয়ে কতটা আঘাত করছো..!😔😔
2025-10-06 05:43:34