Life Story :
:মানুষের জীবনে ‘মানুষ হারানো’র বেদনার চাইতে ভয়ংকর আর কিছু হতেই পারে না। এই কষ্টটা কোনো শব্দে বোঝানো যায় না, কোনো ভাষায় প্রকাশ করা যায় না। এটা সেই অনুভূতি, যেটা বুকের ভেতরে নীরবে ঝড় তোলে, অথচ বাইরে থেকে কেউ কিছু টেরই পায় না।
এই যন্ত্রণাটা কেবল সেই মানুষটা বুঝে, যে তার জীবনের সবচেয়ে আপন মানুষটাকে চিরতরে হারিয়ে ফেলেছে—যার হঠাৎ করে সব কথা থেমে গেছে, যার হাসিটা আজ শুধুই স্মৃতি।
সেই মানুষটা যখন চলে যায়, তখন শুধু সে না, সাথে করে নিয়ে যায় হাজারো অনুচ্চারিত কথা, অসম্পূর্ণ স্বপ্ন আর একটা হৃদয়ের সমস্ত রঙ।
ভালোবাসা তখনো থেকে যায়, কিন্তু যার জন্য ছিলো—সে থাকে না।শুধু কিছু রাত বাকি থাকে, যেখানে স্মৃতিরা এসে ভীড় জমায়, আর মনে করিয়ে দেয়—কেউ ছিলো, যে ছিলো একদিন পুরো পৃথিবীটার মতো আপন...!
আজও মনে হয়, এক মুহূর্তের জন্য হলেও যদি ফিরে আসতে পারতো!একটাবার শুধু বলার জন্য, “আমি এখনো আছি, তোমার ভেতরেই কোথাও…!
অপূর্ণতা.:
2025-10-05 02:30:07