🔰_শূন্য _জীবন_ 🔰 :
সে ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়,,আমার পৃথিবীর! তার সাথে কথা বলার প্রতিটা মুহূর্ত ছিলো এক অমূল্য রত্ন, যা আমি কখনো ভুলতে পারবো না।
তার হাসি,তার কন্ঠ, তার চোখের মাঝে হারিয়ে যাওয়া প্রতিটি স্বপ্ন,, সবকিছু যেন একটি অদৃশ্য সুর যা আজও আমার হৃদয়ে বাজে। কিন্তু আজ তার অনুপস্থিতিতে যেন আমার সমস্ত পৃথিবী থামিয়ে দিয়েছে। আমি জানি, সময় কখনো অপেক্ষা করে না, সম্পর্ক কখনো এক যায়গায় থেমে থাকে না। কিন্তু তাকে হারানোর এতটা কষ্টকর হবে তা ভাবতেও পারিনি আমরা যখন একে অপরকে ভালোবাসতাম, তখন মনে হয় হতো সব কিছু সুন্দর। কিন্তু আজ আমাদের সম্পর্ক টা শুধু একটা স্মৃতি হয়ে দাড়িয়ে, যে স্মৃতি আমাকে প্রতিনিয়ত ব্যাথা দেয়।সবকিছু বদলে গেছে কিন্তু আমার হৃদয় এখনো তাকে খোঁজে। তার চলে যাওয়া, আমাকে একা করে দিয়েছে। মনে হয় যেনো আমি জীবনে অনেক বড় কিছু হারিয়েছি, আর কখনো ফিরে পাবো না। হয়তো তার চলে যাওয়ায় আমি কিছুটা দূর্বল হয়েছি, কিন্তু তার প্রতি ভালোবাসা কখনো কমবে না। আমি জানি, সে আর ফিরবে না🥲🥲
2025-10-04 15:36:09