Sohag Ahmed :
:"লাশ হয়ে আছি তবুও খুনিকে ভালোবাসি.."
হয়তো আমার ভেতরের সমস্ত অনুভব আজ নিস্তেজ, নিঃস্ব, নিঃশেষ।
বুকের ভেতর একটা শুন্যতা তবুও আমি সেই মানুষটাকেই ভালোবাসি, যে এক সময় ভালোবাসার ছলে আমায় ধ্বংস করে দিয়েছে।
আমি জানি, আমি মরে গেছি অন্তত ভেতর থেকে,যাকে ভালোবেসে সব কিছু দিয়েছিলাম, সেই মানুষটাই আজ সবচেয়ে দূরের কেউ।
তবুও তার নামেই এখনো দোয়া করি, আমি সে যেনো সুখেই থাকে কারণ, সে সুখে থাকবে বলেই তো আমাকে ছেড়ে গেছে।
কেউ যদি এখন প্রশ্ন করে—"এত কষ্ট পেয়ে এখনো তাকে ভালোবাসো কেন।
আমি চুপ থেকে শুধু বলব—"ভালোবাসা কোনো হিসাবের খাতা নয়, এটা তো একবারই হয়… আর আমি ভুল মানুষের জন্য সেই একবারটাই রেখেছিলাম,,,,!!!!?😢
2025-10-04 17:02:36