জায়গাটা অমায়িক। এমন জায়গার পাশে বসে কবিতা লিখাটা অসম্ভব সুন্দর
2025-10-03 15:57:19
41
Manha jahan Eti 🤡🤡🤡🤡 :
song name plz 😩😩😩😩😩 joss sound 😩😩😩
2025-10-04 07:21:11
21
💫 :
kew group e add hobe?
2025-10-04 08:05:00
2
your soulmate🫶❤️🩹 :
কেউ যত্ন করে পাথরে ফুল ফোটায়
কেউ অযত্নে ফুলকে পাথর বানায় 🖤
2025-10-03 10:10:52
32
Smile 😊 :
accha ata kothay ...?onk sundor lagtese...akdm perfect weather....
2025-10-03 09:17:26
25
☄️♧ رافيول سيام🚩 :
কাউকে অবহেলা করা, কম গুরুত্ব দেওয়া এই ব্যাপারটা এক সময় ভয়ংকর হয়ে দাঁড়ায়। আপনি যখন কাউকে অবহেলা করেন, করে,তার অনুভূতিকে গুরুত্ব দেন না , তখন ইনডাইরেক্টলি আপনি তাকে এটা শিখাচ্ছেন কিভাবে আপনাকে ছাড়া বেঁচে থাকতে হয়।
প্রথম প্রথম সে হয়তো অভিমান করবে, কষ্ট পাবে, কিন্তু সময়ের সঙ্গে, ধীরে ধীরে,সে অভ্যস্ত হয়ে যাবে। একটা সময় সে নিজেই আপনাকে ছাড়া চলতে শিখে যাবে। আর তখন আপনি চাইলেও আগের মত তাকে ফিরে পাবেন না।
এই ব্যাপারটা অনেকটা শীতকালে আগুন পোহানোর মত। শুরুতে আপনি উষ্ণতা পান। ধীরে ধীরে আপনি যখন আগুন লাগানোর উপকরণগুলো (খড়কুটো) দেওয়া অফ করে দেন তখন আগুনটা নিভে যায়। আগুন নিভে গেলে তারপর তাপও থাকে না, আলো ও থাকেনা। তখন আর অভিযোগ করেও লাভ হয় না।
তাই সময় থাকতে যাদেরকে জীবনে রাখতে চান তাদেরকে সময় দিন গুরুত্ব দিন।
প্রতিটা সম্পর্ক রক্ষা করার জন্য শুধু ভালোবাসা না, প্রয়োজন ইগো কমানো, ক্ষমা করা আর এক্সপেকটেশন কম রাখা।😊🕊️💫❤️🩹
2025-10-06 19:07:06
2
MK Monira Khan :
খুব সহজেই পেয়ে যাওয়া জিনিসগুলোর প্রতি আমরা কখনোই অভাব অনুভব করি না। অথচ আমরা যা পাইনা তা পেতে গিয়ে আস্ত একটা জীবন ক্ষয় করে ফেলি। ভুলে যাই নিজের যত্ন নিতে, ভালো থাকতে। ভাবতে থাকি এমনটা কেন হলো!এটা পেয়ে গেলে হয়তো আমিও সুখী হতে পারতাম।
আমরা ভুল করি, ভুল পথ ধরে হাটি,যে পথে আমাদের জন্য কেউ আসবে না। সেই পথ ধরেই হেটে যেতে থাকি। এটা ভেবে,হয়তো পথে কারো সাথে দপখ হবে।কিন্তু যে পথ একান্ত ব্যক্তিগত, সে পথে কি কেউ কারো জন্য অপেক্ষা করে?করে নাহ!
ভুল পথে হাঁটতে হাঁটতে একদিন যখন বুঝতে পারি, ভুল পথে হাঁটছি, তখন একটু খেয়াল রাখা দরকার। তখন নিজের দিকে তাকিয়ে দেখি একজোড়া রক্ত বর্ণ চোখ, যে চোখে কিছু ক্লান্তি, অবহেলা, বিষন্নতার হাসি। ওই চোখে হারানোর ভয় নেই, কোন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নেই।শুরু একটা নিথর দেহ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে নিজের দিকে!❤️🩹
2025-10-04 17:46:39
5
𝕞𝕕 𝕤𝕒𝕜𝕚𝕝 :
মাঝে মাঝে নিজেকে খুশি করতে
আমি কল্পনা ব্যবহার করি..!🫠✨❤️🩹