@army45232: REVENGE OR LOVE part : 79 tae : তুই এতো plan করেছিস এতো ছোট বয়সে একবারও আমাদের বলার প্রয়োজন মনে করলি না? yn : কেন বলবো তোমাদের? তোমরা বিশ্বাস করেছিলে আমার কথা? ঐদিন আমার মাকে যখন তিলেতিলে মারা হচ্ছিলো তখন আমি ছিলাম তোমরা কেউ ছিলে না তাই আমি চায়নি যারা আমার কথ বিশ্বাস করেনি তারা আমার মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য আমার সাথে থাকুক। mr.kim : মা আমি কীভাবে নিজেকে ক্ষমা করবো বল? নিজের স্ত্রিকে রক্ষা করতে পারিনি নিজের মেয়েকে বিশ্বাস করিনি শুধুমাত্র এই জানোয়ারটার জন্য। এই business partner হওয়ার জন্য এসে আমার আর mr.jeon এর মধ্যে ফাটল ধরিয়েছে। yn : আর হ্যা শুনুন mr.jungkook আপনি বলেছিলেন না, আমার বাবা আর ভাই মিলে আপনার পরিবারকে খুন করেছে? ঐ তথ্যটা পুরাই মিথ্যা বানানো। আপনার মা বাবাকে ঐদিন ঐ জানোয়ারটা খুন করেছিলো । jk : তুমি এতো sure হয়ে কীভাবে বলছো? নিজের পরিবারকে বাঁচাতে চাচ্ছো? yn : উহু আমি প্রমাণ ছাড়া কথা বলি না। আপনার পরিবারকে খুন করার কয়েকদিন আগে থেকেই company থেকে কেউ টাকা সরিয়ে নিচ্ছিলো সেটা নিয়ে কথা বলার জন্য আমার বাবা আপনার বাবার কাছে এসেছিলো কিন্তু যখনি ঘরে প্রবেশ করে তখন দেখে আপনার বাবা মা যন্ত্রণায় কাতরাচ্ছে। আপনার বাবা তখন শুধু একটা কথা বলতে পেরেছিলে মৃত্যুর আগে" আমার মেয়েকে বাঁচাও, ওকে ঐ জানোয়াররা মেরে ফেলবে এবং আমাদের খুনি mr.jobg". এই বলে আপনার বাবা মা দুইজনেই শেষ নিশ্বাস ত্যাগ করে। তারপর আমার বাবা আর কিছু না ভেবে তাড়াতাড়ি করে আপনাদের বাসা থেকে বের হয়ে যায় yn2 আপুকে বাঁচানোর জন্য। বাবা ভাইয়াকে সব ঘটনা বলেছিলো আর ভাইয়াও বের হয়ে গিয়েছিলো yn2 আপুকে খুঁজতে। কিন্তু যখন আমার বাবা আপনাদের বাসা থেকে বের হচ্ছিলো তখন আপনি বাসার সামনে এসেছিলেন যার ফলে আমার বাবাকে সন্দেহ করেছিলেন আপনার পরিবারের খুনের জন্য। tae : yn ঠিক বলছে, আমি সেদিন yn2 কে খুঁজতে বের হয়ে যায় এবং একটা call আসে yn2 এর কাছ থেকে সে বলে আমি নাকি তাকে meet করার জন্য বলেছি আমি কিছু বলবো তার আগেই yn2 এর চিৎকার এর আওয়াজ শুনতে পায়। তখন আমার মনে ভয় আরো বেশি জাগে। তাই yn2যে জায়গায় meet করার কথা বলেছিলে সেই জায়গায় গাড়ি নিয়ে চলে যায়। ঐ জায়গাটা ছিলো পাহাড়ি এলাকায়। yn2 কে আমি তন্নতন্ন খুজতে খুজতেও পায় না। একজন লোকে জিজ্ঞেস করলে সে বলে একটা মেয়েকে কয়েকজন ছেলে দৌড়াচ্ছিলো আর ঐ মেয়েটা পাহাড়ের উপরের দিকে দৌড়াচ্ছিলো । এইটা শুনে আমিও তাড়াতাড়ি করে দৌড়ে পাহাড়ের চূড়ায় উঠে যায় কিন্তু কোনো লাভ হয় না৷ yn2 একদম পাহাড়ের চূড়ায় চলে যায় আর একটু হলেই পড়ে যাবে৷ আমি yn2 কে বাঁচাতে গেলে ঐ জানোয়ারগুলে সব একসাথে মিলে আমার উপর হামলা চালিয়ে দেয় এবং একজন পেছন থেকে আমার মাথায় বারি মেরে দেয় যার ফলে আমার কাছে সবকিছু ঝাপসা ঝাপসা লাগা শুরু করে। ঐ জানোয়ারগুলো আবারো yn2 এর কাছে যেতে চাইলে yn2 তার সতিত্ব বাঁচাতে পাহাড়ে লাফ দেয়। কিন্তু আমি কিছু করে পারিনি৷ তখনি আমি জ্ঞান হারিয়ে ফেলি। এর প্রায় 3-4 ঘন্টা পর আমার জ্ঞান ফিরে. yn2 কে খুঁজতে আমি একদম নিচে চলে যায় কিন্তু কেথাও yn2 এর দেহ পায় না। আমি বাসায় ফিরলে কাউকে পায় না. maid রা বলে yn এর নাকি accident হয়েছে তাই আমার বাবা আর yn কে নিয়ে hospital এ। কিন্তু hospital এ যাওয়ার পথে আমারো একটা বড়সড় accident হয়ে যায়। এই সবকিছু ঐ জানোয়ারের plan. ওরা আমার নিষ্পাপ বোনের accident করিয়েছে সাথে আমারও। আমাকেও hospital এ admit করা হয়। আমার বাবা একদম দিশেহারা হয়ে পরেছিলো কি করবে কিছু বুঝতে পারছিলো না থকন একটা ফোন আসে mr.jong এর যে বলে, কালকের সকালের মধ্যে USA চলে না গেলে আমার পরিবারের আবার ক্ষতি করবে তাই আমার বাবা আমাকে আর yn কে নিয়ে Usa চলে যায় এবং আমাদের চিকিৎসা ঐখানেই করানো হয়। jk গিয়ে mr.jong এর মৃতদেহে একেরপর এক গুলি করতে থাকে যা দেখে yoona কান্না করতে করতে বলে, yoona : jk please আমার dad আর নেই এই পৃথিবীতে please আর গুলি করো না😭 jk yoonar হাতেও একটা গুলি মেরে দেয় এবং কয়েকজন Guard মিলে তাকে hospital এ নিয়ে যায় । jk গিয়ে tae এর সামনে দাঁড়ায় এবং বলে, jk : এতো বড় সত্যিটা কেন বললি না আমাকে? তাহলে এতো ঝামেলাই হতো না। না তোর বোন কষ্ট পেতো না আমি tae : ঐ জানোয়ারটা হুমকি দিয়েছিলো আমরা যদি তোকে কিছু বলি তাহলে ওরা yn কে আর আমাকে মেরে ফেলবে। আমাকে মারলে সমস্যা নেই কিন্তু আমার বোনটা? ওর কি দোষ? ওর জন্য এতোদিন চুপ ছিলাম। jk : তুই এতোটা দুর্বল কখন থেকে হলি? tae : সব মানুষই তার কাছের মানুষের জন্য দুর্বল সে মানুষটা যতই শক্তিশালী হোক না কেন. কিন্তু তার চেয়ে বড় কথা yn এতোকিছু জানলি কি করে তুই? ( yn কে উদ্দেশ্য করে) 400 copylink holei next part dibo. #jk #fyp #viral #unfrezzmyaccount #fyp