MD alamin :
আমার না হওয়া প্রিয় শখের মানুষ....
অনেকদিন হয়ে গেল তোমার সাথে কথা হয় না। তোমার খবরও পাই না, তবুও মনে হয় তুমি ভালোই আছো সুখেই আছো। তাই না...? জানো, আজও তোমার ছবি গুলো ডিলিট করিনি। কে জানি কেনো? হয়তো মনে হয় যদি একদিন খুব মনে পরে যায়, তখন ওই ছবি গুলো দেখে একটু শান্তি পাবো। তাই মাঝে মাঝে একা বসে তোমার ছবি গুলো দেখি। তুমি আগে মতোই হাসছো, আর আমি ওগুলো দেখেই ছোট করে একটা হাসি দেয়। আসলে সেই হাসির পেছনে লুকিয়ে থাক হাজারো মায়া। আমাদের আর কোনোদিন কথা হবে না, হয়তো বা দেখা হবে কিন্তু আগেই মতো ওই দেখায় শান্তি মিলবে না। কল্পনায় তোমাকে খুজি,গল্প লেখি,কথা বলি। আর নিজের মতো করে বাচিয়ে রাখি তোমাকে। মায়াবতী, তুমি যেমন আছো, খুব ভালো আছো,খুব ভালো থাকো। যদি কখনো মনে হয় কেউ তোমাকে আজও আগের মতো মনে রাখে, তাহলে জেনে নিও, সেই মানুষটায় আমি।
আজও আছি তোমার সেই ছবি গুলোর ভেতরে, সেই ছোট হাসিটার ভেতরে৷ আর তোমার জন্য রোজ একটু একটু করে হারিয়ে যাওয়া কল্পনার ভেতর....। 😅💔
2025-10-03 20:29:00