Md Monir Hossain :
@স্বপ্নময়:আকাশ দেখছি, চাঁদ দেখছি, দেখেছি কত তারা, দেখিনি আমি, তোমার মতো মায়াবী চেহারা,, বাহ কতো সুন্দর মায়াবী পরী, জানিনা কোন ঘরের মহারাণী হবা, কোন বাবার রাজরাণী যার ঘরে যাবে সে অনেক ভাগ্যবান ব্যক্তি, হরিণের মত দুটি টানা টানা চোখ, ওই চোখে কি যে মায়া, রেশমের মতো তুলতুলে কালো চুল।তাই মায়াবী চেহারা সকলের হয় না, তবে তোমার রূপের তুলনা আর কারো সাথে হয় না, তোমার রূপের তুলনা তুমি নিজেই মায়াবিনী পরী ❤
2025-10-03 14:50:23