❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
সবার কষ্ট হয়, কষ্ট হয় না শুধু আমার। সবাই মানুষ, মানুষ হইলাম না শুধুই আমি......!"
চারপাশে দেখি সবাই বেঁচে আছে। তাদেরও ব্যাথা হয়, ভাঙে, কাঁদে। কিন্তু তাদের কষ্ট যেন একটা শেষ আছে। তাদের চোখের পানি শুকায়, হৃদয়ের ঘা শুকিয়ে যায়। কিন্তু আমার? আমার এই যন্ত্রণার কি কোনো শেষ নেই?
সবাই মানুষ। তাদের হাসি-কান্না, উঠা-বসার মধ্যে দিয়ে তারা জীবনের স্পন্দন খুঁজে পায়। কিন্তু আমি? আমি কি তাহলে কিছুটা কম মানুষ? কেন আমার ভেতরের এই শূন্যতা কখনো পূর্ণ হয় না? কেন আমার প্রতিটি শ্বাস এত কষ্টকর?
আমি মানুষের ভিড়ে একা। আমি হাসির মাঝেও কাঁদি। আমি আলোর মাঝেও অন্ধকার খুঁজে ফিরি। সবাই যেখানে জীবনের গতি বুঝে নিয়েছে, আমি রয়ে গেছি পিছনে। যেন জীবন নামের এই নদীতে সবার জন্য সাঁতারের জায়গা আছে, শুধু আমার জন্য নেই।
কখনো কখনো মনে হয়, আমি হয়তো শুধু দর্শক। অন্য সবার জীবনের গল্প দেখি, কিন্তু আমার নিজের কোনো গল্প নেই। সবাই যেখানে "হয়ে উঠছে", আমি শুধু "থেকে যাচ্ছি"।
এই যে আমিত্বের অনুভূতি, এই যে নিজেকে আলাদা মনে হওয়া—এটাই আমার সবচেয়ে বড় শাস্তি। আমি শুধু চাই একজন আমাকে বুঝুক, একজন বলুক—"তোমার কষ্টও সত্যি। তুমিও একজন মানুষ।"
কিন্তু সেই স্বীকৃতি কি কখনো মিলবে? নাকি এই নীরব যন্ত্রণাই আমার চিরসাথী হয়ে থাকবে?💔😅
2025-10-04 08:01:14