Mohammad Sihan :
২০১৪ সালে একটা মেয়েকে দেখে আমার ভীষণ পছন্দ হয়। শ্যামলা বর্নের ভয়ংকর সুন্দরী একটা মেয়ে । এবং প্রথম দেখাতেই প্রেম একতরফা। পরবর্তীতে আমি আমার ভালোবাসার কথা তাকে জানাই ২০২০ সালে। কিন্তু সে আমাকে হ্যাঁ না কিছুই বলে নাই। অনেক বার বলছি তার পর হ্যাঁ বলছে, কিন্তু প্রেমটা ১ মাসও ছিলো না ফ্যামিলি যেনে গেছে তার পর আমাকে ছেড়ে দিছে, তার পর আমি তার জন্য হাত কাটছি বেলেট দিয়ে, এই বেলেটে দাগের জন্য আমার সেনাবাহিনীতে চাকরি হয় নাই😔, তার পরেও রাজি হয় না, আবার আমি তার জন্য ৩০ টা ঘুমের ঔষধ খাইছি চিন্তা ছিলো যদি বাঁচি সে রাজি হবে ঔষধ খাওয়ার পর ৮,১০ দিন আমার কোনো খোঁজ খবর ছিলো না শুধু ঘুমাইছি, তার পর আমি ঠিক হইছি তার সাথে দেখা করতে চাইছি, দেখলাম সে আমাকে দেখে চলে যায় অন্য দিকে ইগনোর করে আমাকে, তার পর অনেক চেষ্টা করছি তার সাথে সম্পর্ক টা রাখতে কিন্তু সে চায় না, ৪ বছর পর তাকে মেসেজ দিছি আমি অনেক দিন কথা বলছি আমি আবার ও তাকে আমার করতে চাইছি কিন্তু সে চায় নাই, 😅
অনেক কথার পর তাকে জিজ্ঞেস করলাম কেনো আমাকে ছেড়ে গেছো সে বললো, সমাজ কি বলবে, কারণ মেয়েটা আমার ভাগ্নি বাড়ির উপরের আপন না, কিন্তু সেও আমাকে একটু ভালোবাসছিলো কোনো সময় প্রকাশ করে নাই,,কিন্তু সমাজ কি বলবে বলে চলে গেছে 💔😅 কিন্তু আমি বলছি আমরা এখানে থাকবো সমাজের বাহিরে কোনো জায়গায় চলে যাবো, সে বলছিলো সমাজের বাহিরে গিয়ে মারা খামু, এই উত্তর শুনে আমি অনেক হাসছি বুকটা চেপে রেখে😅৷ আসলেই প্রথম ভালোবাসা ভুলা যায় না, তার আর একটা প্রেম করছি কিন্তু সেটাও টিকে নাই, আসলে বেশি ভালোবাসলে মানুষ ঠকেই যায়,🥺 একটা মানুষ কে এতো ভালোবাসা যায় আমি যানতাম না বার বার পিরিয়ে দিছে কিন্তু আমি বার বার তার কাছে যাইতে চাইছি, আমি তাকে একটা কথা বলে রাখছি,, যে তোমাকে পাইবে তাকে বলে দিও কোনো সময় যদি তোমাকে তার আর ভালো না লাগে সে যেনো তোমাকে ছুড়ে পেলে না দেয় তোমাকে যেনো আমাকে ভিক্ষা দেয়...! 😅💔
তার চোখ গুলা অনেক সুন্দর অনেক মায়াবী তার চোখের বর্ননা দিতে গেলে রাত দিন শেষ হয়ে যাবে কিন্তু তার চোখের বর্ননা শেষ হবে না, কোটি কোটি মানুষের মধ্যে যদি সে দাঁড়িয়ে থাকে আমি তার একটা জোরা চোখ দেখলেই তাকে বের করে পেলবো, তাকে নিয়ে লেখতে গেলে কিবোর্ড চলবে না, আর লেখাও শেষ হবে না অল্প কিছু শেয়ার করলাম......? তার প্রতি আমার ভালোবাসা মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাবে, সে আমাকে একটু কষ্ট দিছে কিন্তু আমি কিছু মনে করি নাই কারণ আমি যদি তাকেই ভালোইবাসলা তাকে দোষ দিবো কেনো, তাকে কোনো দোষ দেই না, তাকে আমি ভালোবাসি মৃত্যুর আগ পর্যন্ত বেশে যাবো.......!🥺🫀❤️🩹
2025-10-09 06:46:33