Fm Shaon Wahid :
🌹লাজুক লাজুক দুটি আঁখি"দেখতে মাশাল্লাহ,,,মাটির তৈরি একটা পুতুল বানাইছে আল্লাহ,,,তুমি যেনো চাঁদের মেয়ে চাঁদ কুমারী অপূর্ব রূপের রানী,,,তোমার রূপ দেখলে যেনো মুছে যাই সবগুলা গ্লানি,,,তোমার রূপে মুগ্ধ আমি, কী অপরূপ শোভা,চোখ জুড়ায়, মন হারায়, এ কেমন মোহ!প্রতি পলকে ঝলসে ওঠে এক নতুন ছবি,চিরকাল রবে তুমি হৃদয়মাঝে ছবি,,তাই তো তোমার নাম দিলাম মায়াবিনী পরী🧡🫰❤
2025-10-17 19:45:15