❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
তোমাকে অন্য কারও সাথে দেখেও আমি তোমাকেই ভালোবাসি..."
হ্যাঁ, জানি এটা একরকম পাগলামি। নিজের প্রতি অন্যায়ের মতো একটা ভালোবাসা, যেটা আমাকেই প্রতিদিন পোড়ায়। তুমি যখন কারও সাথে হাসো, কারও পাশে শান্তি খুঁজে পাও — তখন আমার বুকের ভেতরটা যেন একটু একটু করে ভেঙে পড়ে। অথচ, তবুও আমার হৃদয়টা তোমার নামেই ধ্বনিত হয়, তোমার নামেই ধকধক করে।
আমি জানি, আমার ভালোবাসা তোমার জন্য বোঝা, আমার অনুভূতিগুলো তোমার জীবনে কোনো অর্থ বহন করে না। তবুও আমি প্রতিদিন তোমার খবর নিই, তোমার হাসি দেখি, তোমার ব্যথা অনুভব করি, দূর থেকে। আর নিজের উপরই রাগ হয়—কেন এখনো তোমাকে ভুলতে পারলাম না? কেন এখনো তোমার নাম শুনলেই হৃদয়ের তাল বদলে যায়?
সম্ভবত এটাই ভালোবাসার সবচেয়ে নিষ্ঠুর রূপ—যেখানে ভালোবাসা মানে পাওয়া নয়, বরং হারিয়ে গিয়ে ভালোবাসতে শেখা। আমি প্রতিদিন নিজেকে বলি, ‘ভুলে যা’, কিন্তু হৃদয় চুপচাপ জবাব দেয়, ‘সে তো তোর ভেতরেই বেঁচে আছে।’
তুমি সুখে থাকো, তোমার প্রিয়জনের হাত ধরে। আর আমি এখানেই থাকব, নিজের ভেতরের যুদ্ধে হারতে হারতে, তবুও তোমাকেই ভালোবেসে।💔🥹
2025-10-09 14:41:47