❤️..ATIK❤️❤️...HASAN....❤️❤️ :
যাকে ভালোবেসেছিলাম, সে-ই আজ অচেনা হয়ে গেছে। কতবার মনে হয়, যদি সময়টা ফিরে পাওয়া যেত! সেই হাসি, সেই কথা, সেই অল্প অল্প মুহূর্তগুলো এখন শুধুই স্মৃতি, যেন দূরে সরে গেছে।
আমাদের সম্পর্ক ছিল একসময় ঠিক যেমন আকাশে একখানা মেঘের মতো, শান্ত, সরল, অথচ আকাশ ছুঁতে চাওয়া। কিন্তু এখন সব কিছু এলোমেলো, মেঘের মতো। কেমন যেন একটা শূন্যতা, এক অদ্ভুত দূরত্ব আমাদের মধ্যে এসে দাঁড়িয়েছে। কখনো কখনো মনে হয়, এই সম্পর্কটাকে যদি শুধু একটু বেশি সময় দেওয়া যেত, কিছুটা ভালোবাসা আরও বেশি নিবিড় হত, হয়তো এখনও ভালোবাসার সেই উষ্ণতা থাকত।
আমরা যদি কখনো একে অপরকে পুরোপুরি জানতাম, যদি কখনো নিজের ভেতরের অন্ধকার এবং আলো একে অপরকে দেখানোর সুযোগ পেতাম, তাহলে হয়তো আজ এমন জায়গায় পৌঁছতাম না। কিন্তু, দুঃখের বিষয় হলো, জীবন যেন কখনো সময় নিয়ে বিশ্লেষণ করতে দেয় না। একে অপরকে ভুল বোঝে চলে যায়। আমি জানি, আমি তাকে কখনো পুরোপুরি বুঝতে পারিনি, এবং সে আমাকে কখনো আমার মতো করে জানল না।
এখন যখন একা বসে আছি, এই একাকীত্বের মধ্যে, শুধুই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—আমরা কেন এভাবে এত দূরে চলে গেলাম? যদিও জানি, এইসব প্রশ্নের কোনো সঠিক উত্তর কখনো পাওয়া যাবে না, তবুও মনে হয়, ভালোবাসার চিরকালীন শূন্যতা কখনো পূর্ণ হবে না।
যে মানুষটার জন্য বুকের ভেতর অজস্র অনুভূতি সঞ্চিত ছিল, সেই মানুষটা আজ পুরোপুরি অচেনা হয়ে গেছে। আজ হয়তো সে আমাকে চিনে না, বা আমি তাকে চিনতে পারি না, তবে তবুও, সেই পুরানো স্মৃতি কোনোদিন মুছে যাবে না। হয়তো সময়ের সাথে সেই স্মৃতি ফিকে হয়ে যাবে, কিন্তু ভালোবাসা, একমাত্র ভালোবাসা, তা কখনো মুছে যায় না…”🫠💔🫶
2025-10-14 04:03:08