@md.zahangiralom10: সব মেনে নিলাম এবং এই কথাটি আমার মনে গেঁথে রাখলাম—যেন এক অভিশাপে অভিশপ্ত করি না তোমাকে। তবে আমি বেছে নিলাম আমার ভালোবাসার দোহাই দিয়ে তোমার জন্য দোয়া করব, যাতে ভবিষ্যৎ জীবনে তুমি সুখী হও। প্রার্থনা করি তোমার প্রত্যেকটি দিন আনন্দময় হয়ে উঠুক এবং তোমার জীবনে শান্তি বিরাজ করুক, যেন তুমি এক সুখী ও সমৃদ্ধময় জীবন লাভ করতে পার।#tiktok
@❤️♥অপদার্থ লেখক 2.0❤️🔥♥️♥🎨:আমি কথা দিয়ে কথা রেখেছি!
তুমি আসোনি তো ফিরে!!
আমি ঘুরে দাড়ানোর গল্প লিখেছি
পুরোটা জীবন ধরে-*!
আমি অন্ধকারে আলো জ্বালিয়েছি তবু ও পাইনি খোঁজ ★!
আমি তোমার জন্য অপেক্ষায় ছিলাম
তুমি হয়ে ছিলে নিখোঁজ -★★